বিনোদন
শাহিদের সাথে করিনার সম্পর্ক বিচ্ছেদ, এ বিষয়ে জানালেন করিনা

তাদের প্রেমের গল্পটি কম বেশি সবারই জানা আছে নিশ্চই! শাহিদ কাপুর ও করিনা কাপুর একসময়ের বলিউডের সেরা জুটি ছিল। তবে তাদের এই সম্পর্ক শেষ পর্যন্ত কোনো পরিণতি পায়নি। তাদের সম্পর্কের বিচ্ছেদ শুরু হয় ‘জব উই মেট’ সিনেমার পর থেকেই।অপর দিকে তাশান সিনেমার মধ্য দিয়ে সাইফ আলী খানের সাথে করিনার ঘনিষ্ঠতা শুরু হতে থাকে।
শাহিদ কাপুর ও করিনার সম্প্র্রতি এক সাক্ষাৎকারে করিনা জানিয়েছেন, শাহিদ তাকে ‘জব উই মেট’ সিনেমা চিত্রনাট্য শুনতে বলেন। শাহিদ তাকে বলে, সিনেমার নারীর চরিত্রটি খুবই চমৎকার, এই চরিত্রটা তাকে করা উচিত বলে জানিয়েছেন। তিনি আরও জানিয়েছেন, তারা এই পুরো সিনেমায় এক সাথে ছিলেন। করিনা বলেন, তাদের বিচ্ছেদের পর সৃষ্টিকর্তা একটি নির্দিষ্ট পরিকল্পনা থাকে ও তাদের ভাগ্য সেই দিকেই নিয়ে যায়।এরপর ২০১২ সালে করিনা সাইফ আলী খানকে বিয়ে করেন।