বিনোদন
লকডাউনের মাঝে করিনা করছে জগিং, ধরা পড়লো ক্যামেরাতে

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী করিনা কাপুর খান বলিউডে পা রাখার পর থেকে অনেক সুপার হিট ছবি ভক্তদের উপহার দিয়ে তাদের মনে পাকা জায়গা করে নিয়েছেন। তবে বর্তমানে লকডাউনের ফলে স্বামী-সন্তান নিয়ে বাড়িতেই রয়েছেন এই অভিনেত্রী। স্বামী সাইফ আলী খান ও সন্তান তৈমূর আলী খানের সঙ্গে বেশ আনন্দেই রয়েছেন তিনি।
সম্প্রতি কারিনাকে তার নিজের বাড়ির চত্বরেই জগিং করতে দেখা গিয়েছে।আর সেই ছবি ধরা পড়েছে পাপারাত্জিদের ক্যামেরায়।জানা যায়, করোনা মোকাবিলার কারণে ২মাস নিজের ঘরেই বন্দি ছিলেন অভিনেত্রী করিনা কাপুর খান। যার ফলে তিনি শরীর চর্চা করতে পারেননি। তাই ২মাস পর আবারো তিনি শরীর চর্চা করার জন্য বাড়ির চত্বরেই জগিং করছেন।
পাপারাত্জিদের ক্যামেরায় ফুটে ওঠা ছবিটিতে কারিনা কাপুর খানকে দেখা গিয়েছে, সাদা রঙের টি শার্ট ও কালো প্যান্ট ও কালো সু পড়ে বাড়ির চারিপাশে জগিং করছেন।