বিনোদন

রয়েছে বিলাসবহুল বাড়ি ও নামী-দামী গাড়ি, জেনেনিন শ্রেয়া ঘোষালের মোট সম্পত্তির পরিমাণ কত ?

ভারতের সুর সম্রাজ্ঞী লতা মাঙ্গেশকার (Lata Mangeshkar)। তবে তার পরেই আমরা গায়িকা শ্রেয়া ঘোষালের (Shreya Ghosal) নাম নিতে পারি। ইতিমধ্যেই ২০টার থেকেও বেশি ভাষায় প্রায় ২৪০৫টি গান গেয়ে ফেলেছেন শ্রেয়া। তার মধ্যে ১১০০ থেকেও বেশি গান শুধুমাত্র হিন্দি ভাষাতেই গেয়েছেন। তবে জানেন শ্রেয়ার বর্তমান সম্পত্তির পরান কত? কত টাকাই বা আয় করেন তিনি বছরে? এই সব অজানা তথ্য আজ আপনাদের জানাবো।

জন্ম পরিচয় : ১৯৮৪ সালের ১২ই মার্চ পশ্চিমবঙ্গের বহরমপুরে জন্মগ্রহণ করেন শ্রেয়া ঘোষাল। আজ তার ৩৮ বছরের জন্মদিন। এখন তিনি পাকাপাকিভাবে মুম্বাইয়ের বাসিন্দা। তবে কলকাতাতে তার মা-বাবা এখনও থাকেন।

গানের জীবন শুরু : ১লা জানুয়ারি ১৯৯৮ সালে প্রথম প্লেব্যাক গান করেন তিনি। তার পরেই পুরোপুরি ভাবে তিনি গানের জগতেই চলে আসেন।

মোট সম্পত্তি : জানা যাচ্ছে শ্রেয়া ঘোষালের মোট সম্পত্তির পরিমান ২৫ মিলিয়ন ডলার। যা ভারতীয় মুদ্রায় বর্তমান মূল্য প্রায় ১৮৫ কোটি টাকা।

পারিশ্রমিক ও আয় : প্রতি গান পিছু শ্রেয়া ঘোষাল বর্তমানে ২০-২৫ লক্ষ টাকা পারিশ্রমিক নেন। ব্র্যান্ড ও লাইভ শো থেকে প্রতি মাসে ১ কোটি টাকা বা তারও বেশি আয় করেন গায়িকা।

তার সাথেই শ্রেয়ার মুম্বাইতে বিলাসবহুল বাড়ি আছে। তার স্বামী শিলাদিত্য মুখোপাধ্যায় (Shiladitya Mukhopadhyaya) পেশায় একজন ব্যবসায়ী। শ্রেয়া ও শিলাদিত্য ২০১৫ সালে বিয়ে করেন। তারা দুজনেই মুম্বাইয়ের বাড়িতে থাকেন। BMW, Mercedes C Class গাড়ি আছে শ্রেয়ার গ্যারাজে। তাহলে জানলেন কত সম্পত্তির মালিক শ্রেয়া ঘোষাল। তবে তার গান শুনে যে কেউ তাকে ‘লতাজি জুনিয়র’ আখ্যা দেবেন।

Back to top button