বিনোদন
রুপালি পর্দায় আসছেন ‘গোলন্দাজ’ দেব, অপেক্ষায় তার ফ্যানেরা

টালিউডের জনপ্রিয় অভিনেতা দেব বেশ কিছুদিন ধরে ফুটবল চর্চায় ব্যস্ত রয়েছেন।আবার সে ছবি আস্তে চলেছে সবার সামনে।অনেকে আবার ভাবতে পারেন, তবে কি ফুটবল ক্লাবে যোগ দিতে চলেছেন দেব? তবে সেরকম কোনো কিছুই না।দেবকে এবার দেখা যাবে ভারতীয় ফুটবলার নগেন্দ্র সর্বাধিকারীর জীবনী তুলে ধরেছেন এই বায়োপিকে।এই বায়োপিকটির নাম দেওয়া হয়েছে ‘গোলন্দাজ’।এই বায়োপিকের পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায়।
এই ছবিতে দেবের বাবার ভূমিকায় রয়েছেন শ্রীকান্ত আচার্য।দেবের স্ত্রীর ভূমিকায় রয়েছেন ঈশা সাহা।তবে এই ছবি নিয়ে উত্তেজনা খুবই চাপা।
প্রথমবার এই চরিত্রের মধ্য দিয়ে ইতিহাস নির্ভর হতে চলেছেন দেব।সেজন্য এই ছবিটি দেবের কাছে একটা বড়রকমের চ্যালেঞ্জ। কলকাতার বিধাননগর মিউনিসিপ্যাল স্পোর্টস কমপ্লেক্সের মাঠে দেবের ফুটবলের প্রশিক্ষণ চলে।আর এই প্রশিক্ষণ দিয়েছেন বাইচুং।