রিয়া ছাড়াও, সুশান্তকে ওষুধ দিতেন দিদি! প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য

বলিউডের প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের সঙ্গে যে তার দিদিদের সম্পর্ক বেশ ভালোই ছিল তা নিশ্চই জানা। কিন্তু এবার প্রকাশ্যে উঠে এলো এক চাঞ্চল্যকর তথ্য।সুশান্তের সঙ্গে তার দিদি প্রিয়াঙ্কা সিংয়ের হোয়াটসঅ্যাপ চ্যাটের কিছু অংশ।সুশান্তের মানসিক অসুস্থতা সম্পর্কে সবটাই জানতো তার পরিবার। ডাক্তারের প্রেসক্রিপশন চেয়ে পাঠানো থেকে নতুন ওষুধ প্রেসক্রাইব করা, এই সব কিছু জানা যায় সেখান থেকে।
এদিকে অভিনেত্রী রিয়া চক্রবর্তীর আইনজীবী জানান, প্রেসক্রিপশন ছাড়া সুশান্তের ওষুধ পরিবর্তন করেছিলেন সুশান্তের দিদি প্রিয়াঙ্কা। সে জন্যই নাকি গত ৮ জুন রেগে গিয়ে সুশান্তের বাড়ি ছেড়েছিলেন রিয়া। প্রিয়াঙ্কা নাকি ম্যানেজার শ্রুতি মোদির কাছ থেকে প্রেসক্রিপশন চেয়ে পাঠান।এমনকি সুশান্তের এই অবস্থার কথা কিছু জানতেন না বলে দাবি করেন তার পরিবার। প্রিয়াঙ্কার ডাক্তার নাকি সুশান্তের সেই ওষুধ বদলে দিয়েছিলেন। রিয়ার আইনজীবীর প্রশ্ন, মুম্বাইয়ে থাকা সুশান্তকে পর্যবেক্ষণ না করে কী করে একজন ডাক্তার ওষুধ দিয়ে দিতে পারেন?
এরপর নাকি ৮ জুন প্রিয়াঙ্কার সুশান্তকে লিব্রিয়াম, নেক্সিটো ১০ এবং লোনাজেপ নামে তিনটি ওষুধ খেতে বলেন।তখন সুশান্ত বলেন, প্রেসক্রিপশন ছাড়া এসব ওষুধ পাওয়া যাবে না।এরপর প্রিয়াঙ্কা বলেন, না ও খুব ভালো ডাক্তার সবটা বুঝেই দিয়েছে।আর এসব গোপনী থাকবে। এর পরেই সুশান্তকে প্রেসক্রিপশনের অ্যাটাচমেন্ট পাঠান প্রিয়াঙ্কা। সঙ্গে লেখেন, যদি কেউ বলে দিল্লির প্রেসক্রিপশন কেন, ত হলে বলবা, অনলাইন কনসালটেশন।