রিয়াকে নিয়ে এবার গোপন তথ্য ফাঁস করলেন ম্যানেজার!
বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের সঙ্গে সম্পর্কে জড়ানোর পর থেকে অভিনেত্রী রিয়া চক্রবর্তী সুশান্তের সব দিকে খেয়াল রাখতেন। এমনকি সুশান্তের খরচের হিসেবে রাখতেন রিয়া চক্রবর্তী। সেই সঙ্গে অভিনেতার অ্যাকাউন্ট থেকে প্রায়ই অনেক টাকা তুলে পাবনা লেকের বাগানবাড়িতে পার্টি করতেন রিয়া চক্রবর্তী। এমনই তথ্য ফাঁস করলেন বাড়িটির ম্যানেজার।
শুধু তাই নয়, ওই ম্যানেজার বলেন, ‘প্রায়ই রিয়া ও তার ভাই সৌভিককে সুশান্তের পাবনা লেকের বাগানবাড়িতে দেখা যেত।বেশিরভাগ সময়ই আমি দেখতাম সৌভিক সুম্পান করছে। এমনকি মাঝে মধ্যে মদ্যপান করে অস্বাভাবিক অবস্থাতেও হাজির হতেন।’
তিনি আরো বলেন, ‘সুশান্তের প্রাক্তন ম্যানেজার রজত মেওটি আমাকে একদিন বলেছিলেন, রিয়াকে নাকি তিনি প্রায়ই দেখাতেন সুশান্তের অ্যাকাউন্ট থেকে টাকা তুলে বিলাসবহুলভাবে পার্টি করছে। বলিউডের একাধিক তারকা সেই পার্টিতে হাজির হতেন।এমনকি একদিন নাকি সুশান্ত রিয়ার খরচের হিসেবে করতে গিয়ে আঁতকে উঠেছিলেন।”