বিনোদন

রাশমিকার সঙ্গে প্রেম ও বিয়ের গুজব নিয়ে মুখ খুললেন বিজয়

দক্ষিণ ভারতীয় তারকা বিজয় দেবারাকোন্ডা ও রাশমিকা মন্দানার প্রেম নিয়ে গুজব বহুদিনের। রুপালি পর্দার এই জুটিকে দর্শকের পছন্দ। রুপালি পর্দার বাইরেও তাঁদের বন্ধুত্ব দারুণ। তাই তাঁদের প্রেমের গুজব ইন্ডাস্ট্রির বেশ মুখরোচক গল্প। সম্প্রতি ভারতীয় স্থানীয় গণমাধ্যমে দুজনের বিয়ে নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। তাঁদের প্রেমের গল্প এতটাই ঘুরছে যে শেষ পর্যন্ত টুইটারে এ নিয়ে মন্তব্য করতে হলো বিজয় দেবারাকোন্ডাকে।

সম্প্রতি এই দুই তারকাকে মুম্বাইতে দেখা গেছে একসঙ্গে। দুজনের ছবি পাপারাজ্জিদের ক্যামেরায় বন্দী। এটি দুজনের প্রেমের গুজবকে আরও তাতিয়ে দিয়েছে। প্রশ্ন উঠেছে, তাহলে কি তাঁদের প্রেমের গুঞ্জন সত্য? কয়েক দিন ধরেই হিন্দি ছবি ‘লাইগার’-এর শুটিংয়ের জন্য মুম্বাইতে আছেন বিজয়। অন্যদিকে মুম্বাইয়ে নতুন বাড়ি কিনেছেন রাশমিকা। তাই তাঁদের বিয়ে ঘিরে ভক্তদের মধ্যে জল্পনা শুরু হয় গেছে।

‘গীত গোবিন্দম’ ও ‘ডিয়ার কমরেড’ ছবি দুটিতে তাঁরা ছিলেন একসঙ্গে। দুটি ছবিই ছিল সুপারহিট। সেই থেকে তাঁদের পছন্দ করেন দর্শকেরা। বাস্তব জুটি হিসেবেও এই দুজনকে পছন্দ ভক্তদের। সম্প্রতি শোনা গেছে, বছরের শুরুটা নাকি গোয়াতে ছুটি কাটাতে গিয়েছিলেন তাঁরা। সেখানে বিজয়ের ভাই আনন্দও উপস্থিত ছিলেন। বিজয়ের মায়ের সঙ্গেও নাকি ভালো সম্পর্ক রাশমিকার। সবকিছু মিলিয়ে তাঁদের বাস্তবের ‘জুটি’ করার গল্প চলছে চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে।

শোনা যাচ্ছে, এ বছরের শেষে দিকে সাত পাকে বাঁধা পড়তে পারেন রাশমিকা ও বিজয়। নিজেদের সম্পর্ক নিয়ে যদিও এখনো পর্যন্ত মুখ খোলেননি তাঁরা। উভয় তারকাই এই মুহূর্তে তাঁদের কাজ নিয়ে ব্যস্ত। তবে এই খবর নিয়ে বিরক্ত বিজয় দেবারাকোন্ডা। টুইটারে তিনি লিখেছেন, ‘যথরীতি ফালতু। আমরা এই ধরনের সংবাদ পছন্দ করি না।’ এই টুইটে ভক্তদের অনেকেই হাসির ইমোজি দিয়েছেন। তার মানে, ভক্তরাও ব্যাপারটিতে বেশ আনন্দ পাচ্ছেন।

ওদিকে রাশমিকাকেও বিয়ে নিয়ে সম্প্রতি প্রশ্ন করা হয়েছিল। এই অভিনেত্রী বলেছিলেন, ‘আমি জানি না এটা নিয়ে কী ভাবা উচিত, কারণ আমার এখনো বিয়ের বয়স হয়নি। কখনো সেভাবে ভাবিনি। তবু এমন একজনের সঙ্গে থাকা প্রয়োজন যে আপনাকে সুখী করবে।’

Back to top button