‘রাধে’ ছবির শুটিং চলাকালীন গুরুতর আহত জনপ্রিয় অভিনেতা, সরে গিয়েছে হাঁটুর হাড়
বলিউডের জনপ্রিয় অভিনেতা রণদীপ হুদার হাঁটুর হাড় সরে গিয়েছে।জানা যায়, বলিউড অভিনেতা সালমান খানের আগামী ছবি ‘রাধে’র শুটিং চলাকালীন নাকি রণদীপ খুব জোরে চোট পান।তবে বর্তমানে তার চিকিৎসা চলছে।এমনকি যতদিন না তিনি সুস্থ হয়ে উঠবেন ততদিন শুটিং বন্ধ রেখেছেন বলে জানা যায়।
বলিউড অভিনেতা রণদীপ নিজেই ইনস্টাগ্রামে তার ভক্তদের একটি ছবি পোস্ট করে এই দুর্ঘটনার কথা জানান।এমনকি শুধু ছবিই না, ক্যাপশনে তিনি লিখেছেন, ‘খুব জোরে চোট পেয়ে আমি অসুস্থ হয়ে পড়েছি।এমনকি আমার হাঁটুর হাড় সরে গিয়েছে।আর এখন হাঁটুর হাড় ঠিক করার জন্য চেষ্টায় রয়েছি।’ কিন্তু কবে ঠিক এই দুর্ঘটনাটা ঘটলো সেই সব সম্পর্কে কিছু জানান যায়নি।রণদীপের চোট পাওয়ার খবরে শুভাকাঙ্খীরাও দ্রুত আরোগ্য কামনা করেছেন তাঁর। তবে ফের কবে থেকে শ্যুটিং করতে পারবেন অভিনেতা রণদীপ, সেসব কিছুই জানাননি।
উল্লেখ্য, রণদীপকে এর আগে সারা-কার্তিক অভিনীত ‘লাভ আজ কাল’ সিনেমায় দেখা গিয়েছিলো।তবে তার ইতিমধ্যে হলিউডে কাজ এসেছে।নেটফ্লিক্স অরিজিনালস ‘এক্সট্রাকশন’-এ স্ক্রিন শেয়ার ফেলেছেন হলিউডের খ্যাতনামা অভিনেতা ক্রিস হ্যামসওয়ার্থের সঙ্গে। এমনকি জানা গিয়েছে, সেই ছবিতে নাকি রণদীপকে এক গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে । ছবির মুখ্য ভূমিকায় ক্রিস হ্যামসওয়ার্থ। ছবিটি পরিচালনা করছেন স্যাম হারগ্রেভ।