বিনোদন

রংবির কাপুরকে বিয়ে করছেন! জানালেন আলিয়া

রংবির কাপুরের সাথে আলিয়া ভাটের সম্পর্ক বেশ কিছু দিন ধরেই চলছে।শোনা যায়, ‘ব্রক্ষ্মাস্ত্রের’ শ্যুটিংয়ের সময় থেকেই আলিয়া ও রংবির কাপুরের সাথে তার সম্পর্কের সূত্রপাত ঘটে।আর সেখান থেকেই তাদের সম্পর্ক আরও বেশ জোরালো হতে থাকে।এখন শুনতে পাওয়া যায়, রংবিরের সাথে তার সম্পর্কের শুরু থেকেই তাদের বিয়ে নিয়ে আরও বেশি গুঞ্জন উঠেছিল।আলিয়া সম্প্রতি ফিল্মফেয়ারের মঞ্চে জানালেন, আগামী ডিসেম্বরেই নাকি আলিয়া ও রংবির কাপুর বিয়ে করতে চলেছেন।

আলিয়া জানান, তাদের বিয়ের গুঞ্জন নাকি ৩ সপ্তাহ পর পর শুরু হয়ে থাকে, আর তার মনে হয় যেন কিছু দিনের মধ্যেই তাদের বিয়ে হয়ে যাবে।আলিয়া ভাটের বাবা মহেশ ভাট জানালেন যে, এই মুহূর্তে রংবিরের সাথে তার বিয়ের কোনও সম্ভাবনা নেই।

অপরদিকে আবার কঙ্গনা রানাউত জানিয়েছে, তিনি নাকি রঙ্গোলি চান্দেল।এর কারণ হলো তিনি ‘রাজি’, ‘গলি বয়’ সিনেমায় জিহাদি প্রশিক্ষণ পেয়েছেন এর জন্যই তাকে এমনটা বলার কারণ।তবে আলিয়া এর কোনো পাল্টা জবাব দেননি।

Back to top button