বিনোদন

যেকারণে বিয়েতে ঘোড়ায় চড়ে আসেনি বর, জানালেন সোনাম কাপুর

বিয়ের অনুষ্ঠানে ঘোড়ায় চড়লে কিভাবে ঘোড়া অত্যাচারিত হয়, তার একটা ভিডিও প্রকাশ করেছে জীব সংরক্ষন সংস্থা।এই সংস্থা টুইটারে প্রকাশ করেছে অনেক সেলিব্রিটির নামও।তাদের মধ্যে সোনাম কাপুর একজন। এর জন্য সোনাম কাপুর জানিয়েছেন, তার বড় ঘোড়ায় চড়ে আসেননি। তারপরেই এই সংস্থা জানিয়েছেন, সোনাম কাপুরের খুবই সৌভাগ্য যে তার বিয়েতে ঘোড়া আনেননি ও তার বিয়ে ঘিরে ঘোড়াদের কোনো উদযাপন ছিল না।

এই সংস্থা দাবি করেছে, ঘোড়াকে বিয়েতেই নিয়ে গিয়ে অত্যাচারিত করা হয়। তাদের মুখের মধ্যে স্পাইক পেরিয়ে দিয়ে তাদের নিয়ন্ত্রণের মাধ্যমে ঘোড়া গুলো রক্তক হয়ে যায়।যা খুবই অমানবিক।সেই সংস্থার সমর্থনে সোনাম কাপুর লিখেছেন, ঠিক এই কারণেই তার বর ঘোড়ায় চড়ে আসেননি।

Back to top button