মুক্তির প্রথম দিনে কত আয় করল আয়ুষ্মান খুরানার ‘ডক্টর জি?’
আয়ুষ্মান খুরানা মানেই ভিন্ন কিছু। নিজের ক্যারিয়ারের শুরু থেকেই তিনি একের পর এক ভিন্নধর্মী চলচ্চিত্র উপহার দিয়ে এসেছেন ভক্তবৃন্দদের। তাঁর অভিনীত সিনেমাগুলো যেমন সামাজিক বার্তা পৌঁছে দেয় মানুষের মাঝে, তেমনি বক্স অফিসেও বাজিমাত করে সফলভাবে। ভিকি ডোনার থেকে আন্ধাধুন, নিজের প্রতিটি কাজেই মুগ্ধতা ছড়িয়েছেন এই অভিনেতা।
গড়ে তুলেছেন এক বিশাল ফ্যানবেজ। গতকাল মুক্তি পেয়েছে আয়ুষ্মানের প্রতীক্ষিত চলচ্চিত্র ‘ডক্টর জি’। সিনেমাটি ঘিরে দর্শকদের প্রত্যাশা ছিল অনেক। ট্রেইলার মুক্তি পাওয়ার পরপরই দর্শকদের মাঝে বেশ আগ্রহ তৈরি করে সিনেমাটি।
আয়ুষ্মান খুরানা এবং রাকুল প্রীত সিং অভিনীত ‘ডক্টর জি’ মুক্তির পর বক্স অফিসেও ইতিবাচক যাত্রা শুরু করেছে। একই সঙ্গে অন্যান্য সিনেমা মুক্তি পাওয়া সত্ত্বেও ‘ডক্টর জি’ দর্শকসাড়া পাচ্ছে। প্রাথমিক অনুমান থেকে ধারনা করা হচ্ছে ‘ডক্টর জি’ সিনেমাটি প্রথম দিনে প্রায় সাড়ে তিন কোটি টাকা আয় করেছে, যা সিনেমাটির জন্য ইতিবাচক।
জংলি পিকচার্স প্রযোজিত এই কমেডি ড্রামা ঘরানার সিনেমাটি পরিচালনা করেছেন অনুরাগ কাশ্যপের বোন অনুভূতি কাশ্য়প। ‘গ্যাংস অফ ওয়াসেপুর’, ‘দেব ডি’র মতো সিনেমায় সহ-পরিচালনার দায়িত্ব পালন করেছেন তিনি।
এই সিনেমায় একজন স্ত্রী রোগ বিশেষজ্ঞের চরিত্রে দেখা গেছে আয়ুষ্মান খুরানাকে। নারীদের শারীরিক সমস্যার সমাধান করেন তিনি। একজন পুরুষ ডাক্তার হয়েও নারীদের চিকিৎসা করা কতোটা কঠিন, সামাজিকভাবে একজন পুরুষ গাইনোকোলজিস্টের সামনে কি কি সমস্যা আসতে পারে, সেই গল্প নিয়েই নির্মিত এই চলচ্চিত্রটি। এতে আরো অভিনয় করেছেন শেফালি শাহ, শোভন জামান, শিভা চাড্ডাসহ প্রমুখ।