বিনোদন

মুক্তির আগেই অনলাইনে ফাঁস হয়ে গেলো টাইগার অভিনীত ‘বাঘি ৩’র পুরো ছবি !

বলিউডের জনপ্রিয় তারকা টাইগার শ্রফ ও শ্রদ্ধা কাপুর অভিনীত ‘বাঘি ৩’ ছবি আজ সারা দেশে মুক্তি পেতে চলেছে।কিন্তু মুক্তির আগেই ঘটে গেলো এক দুর্ঘটনা।জানা গিয়েছে, টাইগার অভিনীত ‘বাঘি ৩’ পুরো ছবিটি নাকি অনলাইনে ফাঁস হয়ে গিয়েছে।আর এই কাজ নাকি করেছে পাইরেসি ওয়েবসাইট তামিলরকার্স ।

এমনকি জানা যায়, এর আগেও নাকি তামিলরকার্স তাপসী পান্নু অভিনীত ‘থাপ্পড়’ ছবি ও আয়ুষ্মান খুরানা অভিনীত ‘শুভ মঙ্গোল জেয়াদা সাবধান’ ছবিটি অনলাইনে ফাঁস করেছে।আর এবার টাইগারের ‘বাঘি ৩’।তবে এখন একটাই চিন্তা ছবি মুক্তির আগের দিন এভাবে ফাঁস হয়ে যাওয়ার প্রভাব বাঘি ৩-এর বক্স অফিস কালেকশনে পড়বে কি না, এখন সেটাই দেখার। এমনকি জানা গিয়েছে, ‘বাঘি ৩’ ছবিটি তৈরি হয়েছে ৭০ কোটি টাকার বাজেটে।

আহমেদ খান পরিচালিত ‘বাঘি ৩’ বক্স অফিসে ভালোই ব্যবসা করবে বলে জানিয়েছিল। কিন্তু এইভাবে ছবিটি ফাঁস হয়ে যাওয়ার কারণে এখন সকলে চিন্তায় পরে গিয়েছে।তবে এখন এটাই দেখার পালা প্রথম দিন এই ছবিটি বক্সঅফিসে কেমন ব্যবসা করে।

Back to top button