বিনোদন
মা হওয়ার খবরের মাঝে হঠাৎ এই ঝলকেই চমকে গেলেন কোয়েল মল্লিক

বাংলার জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক যে মা হতে চলেছেন সে খাবার আমরা আগেই পেয়ে গেছি।আর তার সাথে ইতিমধ্যেই এই অভিনেত্রীর নতুন সিনেমা ‘রক্তরহস্য’মুক্তি পাচ্ছে ।তবে এই ছবির পয়লা মার্চ মুক্তি পাচ্ছে এই ছবিটির একটি ফাস্টলুক।ছবিটিতে কোয়েল মল্লিককে আ’ক্রম’ণাত্মক’রূপে দেখা যাবে।
তবে এই ছবিটিতে রনংদেহি মূ’র্তির সঙ্গে কিন্তু খা’নিক উৎকণ্ঠা অভিব্যক্তিও ধরা দিলো এই ছবির পোস্টারে।এবং কিছুদিন আগে কোয়েলের লুক প্রকাশ্যে এসেছিলো সদ্যজাত একটি শিশুকে নিয়ে।
আগামী ১০এপ্রিল মুক্তি পাবে এই ছবিটি।ছবিটির পরিচালক সৌকর্য ঘোষাল।এই ছবিতে কোয়েল মল্লিকের চরিত্রের নাম স্বর্ণজা নামে একটি ইমোশনাল মেয়ের চরিত্রে।সে একজন পেশাদার রেডিও জকি।আর সেই শো এর মাঝেই হটাৎ করে একদিন অচেনা নম্বর থেকে ফোন চলে আসে তার কাছে।আর তারপর থেকেই বদলে যায় তার জীবন।