ভক্তদের জন্য সুখবর : ‘আশিকি ৩’ নিয়ে আসছে কার্তিক আরিয়ান

ব্লকবাস্টার ফ্যাঞ্চাইজি ‘আশিকী’ ছবির তৃতীয় কিস্তির লিড হিরো হিসাবে বেছে নেওয়া হল কার্তিক আরিয়ানকে। অনুরাগ বসুর এই ছবির জন্য টি-সিরিজের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন অভিনেতা।
‘আশিকী ৩’ ছবির মূল চরিত্রে কাকে নেয়া হবে তা নিয়ে দীর্ঘদিন ধরে চলছিল জল্পনাকল্পনা। এর আগে শোনা গিয়েছিল সুনীল শেঠির ছেলে আহান শেঠিকে নেয়া হবে মূল চরিত্রে। তবে বলিউডের এই দুঃসময়ে নির্মাতারা নতুন কাউকে নেয়ার সাহস করতে পারেননি। বর্তমান সময়ের নির্ভরযোগ্য অভিনেতা কার্তিক আরিয়ানকেই মূল চরিত্রের জন্য বেঁছে নিয়েছেন তারা।
‘ভ্যারাইটি’র কাছে কার্তিক আরিয়ানের ‘আশিকী ৩’-এ চুক্তিবদ্ধ হওয়ার খবরটি নিশ্চিত করেছেন নির্মাতারা। ছবিতে চুক্তিবদ্ধ হয়ে কার্তিক আরিয়ান বলেছেন, তিনি এই ছবির অংশ হতে পেরে দারুণ খুশি। ছোট বেলা থেকে ‘আশিকী’ দেখে বড় হওয়ায় ছবির তৃতীয় কিস্তির অংশ হতে পারাটা তার কাছে স্বপ্নের মতো।
অন্যদিকে আশিকী (১৯৯০) এর লিড রোলে অভিনয় করেছিলেন রাহুল রায় ও অনু আগারওয়াল, এই জুটিকে রাতারাতি খ্যাতির শিখরে পৌঁছে দিয়েছিল এই ছবি। ২৩ বছর পর এই মিউজিক্যাল ছবির রিবুট ভার্সন আসে, আশিকী ২। যেখানে দর্শক দেখেছে আদিত্য রায় কাপুর ও শ্রদ্ধা কাপুরকে। এই ছবির মধ্য দিয়ে এই জুটিও ব্যাপক সাড়া ফেলে।