বিনোদন

বেস্ট ফ্রেন্ড সুহানাকে নিয়ে নালিশ করলেন নায়িকা অনন্যা পান্ডে, বললেন

বলিউডের জনপ্রিয় দুই অভিনেতা শাহরুখ খান ও চাঙ্কি পান্ডে।শাহরুখ খানের মেয়ে সুহানা খান ও চাঙ্কি পান্ডের অনন্যা পান্ডে ছোটবেলা থেকেই যে বেস্ট ফ্রেন্ড এটা নিশ্চই কারোর অজানা নয়। একসঙ্গে পড়াশোনা, খেলাধুলো, নাচ-গান করেছেন সুহানা-অনন্যা। কিন্তু এবার সেই বেস্ট ফ্রেন্ড সুহানাকে নিয়ে নালিশ জানালেন বলিউডের জনপ্রিয় নায়িকা অনন্যা পান্ডে।

এক সাক্ষাৎকারে অনন্যা জানান যে, ‘আমি আর সুহানা ছোট থেকে একসঙ্গে বড় হয়ে উঠেছি।কিন্তু এখন দেখুন ও যেন আমাকে ভুলেই গিয়েছে।সুহানার ভালোবাসা যেন দূর হয়ে যাচ্ছে। এমনকি সুহানার দেখা পাওয়া মুশকিল এখন । ‘ নিজেদের বন্ধুত্ব প্রসঙ্গে অনন্যা বলেন যে, ‘আমরা সবসময়ই আমাদের জীবনের সবকিছু একসঙ্গে করেছি। একই ক্লাস থেকে শুরু করে নাচ, আঁকাআঁকি সবকিছুই। এমনকি নিউইয়র্ক ফিল্ম অ্যাকাডেমিতে একসঙ্গে গিয়েছিলাম আমরা।’

প্রসঙ্গত, বর্তমানে লকডাউনের ফলে সুহানা ও অনন্যা তারা নিজেদের বাড়িতেই রয়েছেন।পরিবারের সঙ্গে বেশ ভালো সময় কাটছে তাদের এই মুহূর্তে। এমনকি ভক্তদের মন জয় করতে বাড়িতে থেকেই সোশ্যাল মিডিয়ায় ও ইনস্টাগ্রামে ছবি পোস্ট করেন সুহানা অনন্যা।

Back to top button