বেবি বাম্প নিয়ে প্রকাশ্যে আসতেই কটাক্ষের শিকার বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর
সম্প্রতি মা হওয়ার ঘোষণা দিয়েছেন বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে সমাজবাদী পার্টির যুবনেতা ফাহাদ আহমেদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি।
এরপর বিয়ের চার মাসের মাথায় ভক্তদের সুখবর জানান এই অভিনেত্রী। অক্টোবর মাসেই আসতে চলেছে এই দম্পতির সংসারে নতুন সন্তান।
এই ঘোষণার পর বেবি বাম্প নিয়ে প্রথমবারের মতো প্রকাশ্যে এসেই কটাক্ষের মুখে পড়েছেন এই অভিনেত্রী। বেবিবাম্প নিয়ে প্রথমবার বিমানসফর করছেন তিনি। তার সেই ছবি প্রকাশ পেতেই নেটিজেনরা নানা আপত্তিকর মন্তব্য করেছেন।
শনিবার বিমানবন্দরে স্বরা ভাস্করকে দেখতেই পাপারাজ্জিরা ঘিরে ধরেন। বেবিবাম্প নিয়ে ক্যামেরার সামনে হাসিমুখে পোজও দেন অভিনেত্রী। খুশি মনেই স্বরা বলেন, ‘প্রথমবার বেবিবাম্প নিয়ে ট্রাভেল করছি।’এসময় অভিনেত্রীর পরনে ছিল কালো শর্টড্রেস। চোখে-মুখে মাতৃত্বের লাবণ্য ঝরে পড়ছে।
কিন্তু এরপরও স্বরাকে শুনতে হয়েছে ভিন্ন ধর্মে বিয়ে করায় নানা কটু কথা। কটাক্ষ করে কেউ বলেছেন, ‘হিজাব কোথায়?’ আবার কেউ মন্তব্য করেছেন, ‘এটা লাভ জিহাদের সন্তান। লাভ জিহাদের জীবন্ত উদাহরণ।’
মুসলিম যুবক ফাহাদ আহমেদকে বিয়ে করায় এসব মন্তব্য শুনতে হয়েছে অভিনেত্রীকে। যদিও তিনি সেই সকল নিন্দুকদের কথার জবাবে কিছুই বলেননি।