বিনোদন

বিয়ে না করেই মা হতে চান শ্রীদেবীকন্যা জাহ্নবী কাপুর! কারণ জানলে অবাক হবে

সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী জাহ্নবী কাপুর। যেখানে জাহ্নবীকে দেখা যাচ্ছে, কার দিকে যেন তাকিয়ে আছেন তিনি। এমনকি ছবির ক্যাপশনে লিখেছেন, ‘এই যে বাবু, তোমার দিকে তাকিয়ে আছি।’ এই ছবিটি প্রকাশ্যে আসার পড়ি ভক্তরা দেখে যেন জাহ্নবীর থেকে চোখ সরাতে পারেন না। জাহ্নবীর এই ছবিটি ভক্তদের বেশ মনে ধরেছে।

এমনকি ইতিমধ্যেই জাহ্নবীর এই ছবিটিতে ৫লাখের বেশি লাইক পরে গিয়েছে। শুধু তাই নয়, জাহ্নবীকে প্রশংসায় ভরিয়ে দিয়েছে ভক্তরা। ভক্তদের মধ্যে একজন জাহ্নবীর কাছে জানতে চেয়েছেন, ‘কে এই বাচ্চা? জাহ্নবী, তুমি কি এখন একটা বাচ্চা চাও?’ জাহ্নবীও মজা করে সায় দিয়ে লিখেছেন, ‘হ্যাঁ’। অভিনেত্রী জাহ্নবীর এই একটা ‘হ্যাঁ’-এর নিচেও জড়ো হয়েছে শত শত লাইক।

প্রসঙ্গত, বর্তমানে কোয়ারেন্টিনে বাবা বনি কাপুর ও ছোট বোন খুশি কাপুরের সঙ্গে চমৎকার সময় কাটছে জাহ্নবী কাপুরের। এমনকি কিছুদিন আগে তাদের বাড়ির এক গৃহকর্মী করণে আক্রান্ত হন। পরে অবশ্য জানা গিয়েছে, কাপুর পরিবারের তারা সকলেই বেশ ভালো রয়েছে।

Back to top button