বিনোদন
বিচ্ছেদের পথে হাঁটছেন নেহা-রোহন, সংসার ভাঙার গুঞ্জনে জল ঢেলে যা বললেন গায়িকা
কয়দিন আগে বলিউডের জনপ্রিয় সংগীত শিল্পী নেহা কাক্কারে জন্মদিন ছিল। সেখানে বলিউডের এই সংগীত শিল্পীর স্বামী রোহানপ্রীতকে দেখা যায়নি। তাতেই ভক্তদের মনে প্রশ্ন উঠেছে, তাহলে কি বিচ্ছেদের পথে হাঁটছেন এই দম্পতি? তবে ভক্তদের মনের সব উত্তর দিয়েছেন এই দম্পতি।
শুক্রবার (১৬ জুন) স্বামী রোহানের সঙ্গে বেশ কয়েকটি ছবি ইনস্টাগ্রামে প্রকাশ করেছেন নেহা। তাতেই সংসার ভাঙার গুঞ্জনে জল ঢেলে দিলেন তিনি।
ছবিগুলো পোস্ট করে সংগীত শিল্পী লিখেছেন, ‘বরের সঙ্গে ফাটাফাটি একটা ছুটি কাটিয়ে শহরে ফিরলাম।’ সেই ছবিতে কমেন্ট করেছে তার স্বামী রোহানপ্রীত। বলেছেন, ‘উফ কী ফাটাফাটি গেল ট্রিপটা।’
চণ্ডীগড়ে নেহা ও রোহানের প্রথম দেখা। তারপর প্রেম। সবশেষে ২০২০ সালের ২৪ অক্টোবর ধুমধাম আয়োজনে মালাবদল করেন তারা। নেহার চেয়ে বয়সে ৮ বছরের ছোট রোহান। তিনিও পেশায় গায়ক।