বিনোদন

বলিউড ইন্ডাস্ট্রিকে ‘নর্দমা’ বলায় কঙ্গনাকে উল্লেখ করে যা বললেন জয়া বচ্চন

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর সবথেকে বেশি গলা করেছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কঙ্গনা রানাউত। এমনকি কঙ্গনাই মাদক যোগের বিষয়টি সামনে তুলে আনেন। সেই সঙ্গে বলিউড ইন্ডাস্ট্রিকেও নানা ভাবে মন্তব্য করেন কঙ্গনা। এরপরই নেটিজেনদের আক্রমের মুখে পড়েন কঙ্গনা রানাউত।তবে শুধু নেটিজেনরাই নয়, কঙ্গনার মন্তব্যে বেজায় চোটে যান জয়া বচ্চন।

রাজ্যসভায় দাঁড়িয়ে জয়া বচ্চন তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘যেসব মানুষ বলিউড ইন্ডাস্ট্রিতে এসে নাম করেছেন, তারাই দেখছি এখন এই বলিউড ইন্ডাস্ট্রিকে নর্দমা বলছেন। যে ব্যক্তি এই কথা বলেছেন তার সঙ্গে আমি কখনোই একমত নোই।’

অভিনেতা অমিতাভ বচ্চনের স্ত্রী জয়া বচ্চন আরো বলেন যে, ‘আশা করবো, যে এই কথা বলেছে সে যাতে এই বাজে কথা বন্ধ করে তার ব্যাবস্থা সরকার করবে।’ তবে শুধু অভিনেত্রী কঙ্গনা রানাউতকেই নয়, এদিকে বিজেপির এমপি অভিনেতা রবি কিষানের ওপরও বেজায় চটেছেন জয়া বচ্চন।

Back to top button