বিনোদন

বলিউডে এসে নাম ডুবলো, ‘লাইগার’ দেখে বিরক্ত বিজয় নিজেই!

‘অর্জুন রেড্ডি’ দিয়ে দক্ষিণ ভারতের অন্যতম জনপ্রিয় তারকায় পরিণত হন বিজয় দেবরাকোন্ডা। এরপর ‘গীতা গোবিন্দাম’ ও ‘ডিয়ার কমরেড’ দিয়ে নিজের জায়গা আরও পাকাপোক্ত করেন। দক্ষিণের পর এবার বলিউড জয় করতে নেমে পড়েছিলেন বিজয়। কিন্তু তবুও কিছু হলো না। গত(২৫ আগস্ট) মুক্তি পেয়েছে তাঁর সিনেমা ‘লাইগার’।বাক্স অফিসে তেমন ব্যবসা করতে পারেনি বিজয়ের এই সিনেমা ।

যারা যারা ‘লাইগার’ দেখতে এসেছিলেন তারা পর্যন্ত ছবি দেখে বিরক্ত হয়ে ফিরে যাচ্ছেন। বিজয়ের অ্যাক্টিং স্কিল নিয়ে কারও কোনও অভিযোগ নেই তবে অনন্যা পান্ডেকে নিয়ে হচ্ছে চরম সমালোচনা। আর এই পরিস্থিতি দেখে কেঁদে আকুল বিজয় দেবেরকন্দা।

জানা গিয়েছে, সম্প্রতি একটি সিনেমা হলে এমনই কাণ্ড ঘটিয়েছেন বিজয়। হায়দ্রাবাদের এক প্রেক্ষাগৃহে নাকি নিজের সিনেমা দেখেই কেঁদে উঠলেন বিজয়! তবে নিজের ছবি দেখে কাঁদছেন যে তা কিন্তু একেবারে ভুল, আসলে তিনি ছবির শোচনীয় অবস্থা দেখে আর কান্না ধরে রাখতে পারেননি।

দুর্বল চিত্রনাট্য, দুর্বল চিত্রগ্রহণের এই ছবিটিকে একেবারে ধরাশায়ী করে দিয়েছে অনন্যা পান্ডের দুর্বল অভিনয়। সবমিলিয়ে রীতিমত ফ্লপ হয়েছে এই ছবিটি।প্রেক্ষাগৃহে দর্শকরা ছবি দেখে নাকি টিকিটের টাকা ফেরত চাইছেন এমনটাও খবর শোনা গিয়েছিলো ।

Back to top button