‘বর্তমানে দেখতে সুন্দর হলেই নায়িকা, আমার মেয়ের গড়ন এমন নয়!’ কাস্টিং প্রসঙ্গে মুখ খুললেন অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী
বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী অভিনয় জগতের বর্তমান অবস্থা নিয়ে বেশ চিন্তিত। তিনি মনে করেন, বর্তমানে অভিনয়ের চেয়ে চেহারাটাই বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তিনি তাঁর মেয়েকে অভিনয় জগতে আসতে চান না, কারণ তিনি মনে করেন তাঁর মেয়ের চেহারাটা অভিনয় জগতে সফল হওয়ার জন্য যথেষ্ট সুন্দর নয়।
সুদীপ্তা বলেন, “আজকাল আর অভিনয়ের কোন দাম নেই। যেটা আছে সেটা হলো একজন অভিনেত্রীর বাহ্যিক সৌন্দর্য। ভারতবর্ষের সিনেমাতে কাস্টিং হয় নায়িকা কত সুন্দর দেখতে তার উপর নির্ভর করে। তাই যোগ্যতা থাকা সত্বেও যদি ভবিষ্যতে কাজ না পেয়ে কষ্ট পেতে হয় সেকথা জানিয়েই এদিন অভিনেত্রী বলেছেন তিনি চান না তাঁর মেয়ে অভিনয়ে আসুক।”
সুদীপ্তার এই মন্তব্যকে অনেকে সমর্থন করেছেন, আবার অনেকে সমালোচনাও করেছেন। সমর্থকরা বলেন, সুদীপ্তা ঠিক বলেছেন, বর্তমানে অভিনয় জগতে চেহারাটাই সবকিছু। সমালোচকরা বলেন, সুদীপ্তা একজন অভিনেত্রী হিসেবে নিজেই যেহেতু সুন্দর, তাই তিনি তাঁর মেয়ের চেহারা নিয়ে এত বেশি চিন্তিত।
সুদীপ্তার মেয়ে অবশ্য এখনও খুব ছোট। ভবিষ্যতে সে কী করবে তা এখনই বলা মুশকিল। তবে সুদীপ্তার এই মন্তব্য নিয়ে অবশ্যই আলোচনার ঝড় উঠেছে।