বিনোদন

বরুন-জাহ্নবী অভিনীত ‘বাওয়াল’ নিয়ে বিতর্ক, ইহুদি গণহত্যা নিয়ে তাচ্ছিল্যের অভিযোগ!

চলতি মাসেই আমাজন প্রাইম ভিডিওতে মুক্তি পেয়েছে নীতেশ তিওয়ারি পরিচালিত ছবি ‘বাওয়াল’। মুক্তির আগে থেকেই বিতর্কে ছিল বরুণ-জাহ্নবী অভিনীত এই ছবি। ছবিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ঘটে যাওয়া হলোকস্টের সঙ্গে এক যুগলের সম্পর্কের টানাপড়েনের তুলনা করেছেন পরিচালক, এই বিষয়টিকে ঘিরেই সকল বিতর্ক। এবার ভারতের ইসরায়েলের রাষ্ট্রদূতও ক্ষোভ প্রকাশ করেছেন এই ছবি নিয়ে।

উত্তর প্রদেশের প্রেক্ষাপটে সাজানো স্বামী-স্ত্রীর সম্পর্কের গল্পের সঙ্গে এই ছবিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধকে জুড়ে দিয়েছেন পরিচালক। আন্তর্জাতিক মহলে চর্চা শুরু হয়েছে ছবিটিকে নিয়ে। অভিযোগ, হিটলারের অমানবিকতা ও বীভৎসতা নিয়ে তাচ্ছিল্য করা হয়েছে ছবিতে।

সাইমন ওয়েসেনথাল সেন্টার নামে একটি ইহুদি মানবাধিকার সংস্থা ছবিটি ওটিটি থেকে সরানোর দাবি তুলেছে আগেই। এবার এই বিতর্কে মুখ খুললেন ইসরায়েলের রাষ্ট্রদূত। টুইটারে তিনি লিখেছেন, ‘ হলোকাস্টের বীভৎসতাকে কম গুরুত্ব দিয়ে দেখানোটা সকলকেই বিচলিত করেছে। আমি অনুরোধ করবো যারা হলোকাস্টের বীভৎস রূপ সম্পর্কে জানেন না, তারা দয়া করে জেনে নিন’।

‘বাওয়াল’ এর কনসেনট্রেশন ক্যাম্পের গ্যাস চেম্বারে ঘটা গণহত্যার সঙ্গে স্বামী-স্ত্রীর সম্পর্কের তুলনা করে ছবির এক দৃশ্যে জাহ্নবীকে বলতে শোনা যায়- ‘সব সম্পর্কই এক সময় অসউইজের মতো পরিস্থিতির মধ্যে দিয়ে যায়’।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলারের নাৎসি বাহিনীর বীভৎসতার এক নাম অউসইজ কনসেনট্রেশন ক্যাম্পের। পোল্যান্ডে গড়ে তোলা এই ক্যাম্পে লাখ লাখ ইহুদিকে গ্যাস চেম্বারে আটকে, জীবন্ত পুড়িয়ে বা গুলি করে হত্যা করে হিটলারের বাহিনী। এরপর লাশগুলো থেকে চুল, দাঁত, কাপড় আলাদা করে পোড়ানো হতো সেই ক্যাম্পের ভিতরে। তাদের ওপর চলত নানারকম পরীক্ষা-নীরিক্ষা। জানা যায়, প্রায় ৫০ থেকে ৬০ লক্ষ ইহুদিকে হত্যা করা হয়েছিল এই ক্যাম্পে।

সূত্র: হিন্দুস্তান টাইমস

Back to top button