বিনোদন
বরুণ-নাতাশার বিয়ের ভেন্যু পাল্টাতে হচ্ছে!

বলিউড স্পটবয় বরুন ও ছোটবেলার বান্ধবী/প্রেমিকা নাতাশা দালালের বিয়ের খবর তো গোটা বললিউড জুড়ে রয়েছে।কিছুদিন আগেই বরুন নিজেই নাতাশার সঙ্গে তার সম্পর্কের কথা জানিয়েছেন।এবং তারপর থেকেই তাদের দুজনকে একসঙ্গে ঘুরতে দেখা যায় প্রায়ই।আর এই বছরই সাত পাকে বাধা পড়তে চলেছেন তারা।প্রথমে থাইল্যান্ডের জেডব্লুউ ম্যারিয়াট হোটেলেই এই ডেস্টিনেশনের আয়োজন ছিল তাদের বিবাহের।
তবে করোনা আতঙ্কের জেরে বিদেশে বিয়ের পরিকল্পনা বাতিল করতে হচ্ছে বরুণকে।কারণ করোনা নিয়ে বরুন কোনো চ্যালেঞ্জ রাখতে রাজি নন।আর থাইল্যান্ডের করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪৭ জন, এই মরণব্যাধী সেদেশে প্রাণ কেড়েছে এক ব্যক্তির।তবে এখন শোনা যাচ্ছে রাজস্থানের যোধপুরে গাঁটছড়া বাঁধবেন বরুণ-নাতাশা।