বিনোদন

বক্স অফিসে করোনার প্রভাব,১দিনে কত আয় করলেন ‘বাঘি থ্রি’

সম্প্রতি রিলিজ হলো টাইগার শ্রফ ও শ্রদ্ধা কাপুরের তুমুল জনপ্রিয় ছবি ‘বাঘি থ্রি’।আর এদিকে বক্স অফিসে পড়েছে করোনা ভাইরাস এর প্রভাব।তাই এই ছবিটি মুক্তির দিন প্রত্যাশাগত অনেক কম আয় হয়েছে।বক্স অফিসে প্রতিবেদনে বলা হয়েছে,এই ছবিটি বক্স অফিসে প্রথমদিনে ১৭ থেকে ১৮ কোটিরুপি আয় হয়েছে।ছবিটি উত্তর প্রদেশ,বিহার ও গুজরাটে ভালো চলেছে।তবে বাঘি থ্রি নির্মাণের খরচের তুলনায় এই আয় কিছুই নয় বলে জানা যায়।তবে করোনা ভাইরাস এর জন্য এই ছবির প্রায় ১০শতাংশ আয় কমে গেছে।

Back to top button