বিনোদন

ফের নেটিজেনদের কটাক্ষের শিকার নায়িকা নুসরাত জাহান, কারণ

টালিউডের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত জাহান।তিনি সম্প্রতি ‘ডিকশনারি’ ছবির শুটিংয়ের জন্য বোলপুরে গিয়ে সেখানে নিজেকে বসন্তের ছোঁয়ায় রাঙিয়ে একটি ছবি শেয়ার করলেন।এই ছবি প্রকাশ্যে আসতেই হু হু করে ভাইরাল হয়ে যায়।এমনকি নেটিজেরা নানা রকম কটাক্ষ করতে থাকে।

সেই ভাইরাল হওয়া ছবিতে নুসরাতকে দেখা যাচ্ছে, নায়িকা নুসরাতের পরনে পাটভাঙা লাল জামদানি সারি।কপালে লাল বড় টিপ। সিঁথি সিঁদুরে রাঙানো । আর সমস্ত চুল খোলা । দেখে যেন মনে হচ্ছে সদ্য বিয়ে সেরে নবপরিণীতা সাজে ধরা দিয়েছেন নুসরত।

এমনকি জানা যাচ্ছে এভাবেই নাকি তাঁকে দেখা যাবে ‘ডিকশনারি’ ছবিতে।এই ছবি দেখে নেটিজেনরা নুসরাতকে কটাক্ষ করে লিখেছেন, “নায়িকা নুসরাত আপনি না মুসলিম, তাহলে হিন্দু বেশে কেন?” কেউ বা আবার ব্যঙ্গ করে লিখেছেন, “বাহ! মুসলমান মেয়েদেরও হিন্দু সাজে এত সুন্দর লাগে, আগে জানতাম না তো!”

Back to top button