বিনোদন

ফের ট্রোলের মুখে নুসরাত জাহান, কিন্তু কেন?

টালিউডের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত জাহান।নিখিল জৈনকে বিয়ে করার পর থেকে যেন একাধিকবার ট্রোলের শিকার হয়েছেন নুসরাত জাহান। তবে এবারও তার ব্যতিক্রম হলো।ধরেই নেওয়া যায় যায়, ট্রোল নুসরাতের জীবনে নিত্যসঙ্গী। কিন্তু এবার ফের ট্রোলের মুখে পড়লেন কেন নায়িকা নুসরাত?

জানা যায়, সম্প্রতি নুসরাত সোশ্যাল মিডিয়ায় বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন। যেখানে নুসরাতকে দেখা যাচ্ছে দেবী দুর্গার সঙ্গে।এমনকি সেই সঙ্গে আবার হাতে একটি ত্রিশূল।ছবিগুলি পোস্ট করে নুসরাত ক্যাপশনে লিখেছেন, ”আজ দেবী পক্ষের সূচনা হল।সবাই সুস্থ থাকা ও ভালো থাকু।”

এরপরই বিপদে পরে নুসরাত জাহান। নেটিজেনদের ট্রোলের মুখে পড়েন নায়িকা।নুসরাতের এমন ছবি দেখে নেটিজেনদের একাংশই মন্তব্য করেন, ‘দেবী দুর্গার সাজে হিন্দু মেয়েদেরই মানায়, মুসলিম মেয়েদেরকে নয়।’ আবার অনেকে লেখেন, ‘আপনি হিন্দু না মুসলিম সেটা বুঝতেই পারি না।’ এমনকি নুসরাতের হাতে ত্রিশূল নিয়েও অনেকে মন্তব্য করতে শুরু করেন।

Back to top button