বিনোদন

বর্তমান বিসিসিআইয়ের প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলির বায়োপিক আসছে

ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক এবং বিসিসিআই- এর বর্তমান প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলির জীবনী নিয়ে নতুন বায়োপিক আসতে চলছে।এই ছবির পরিচালক করণ জোহর।

করণ জোহার কন্ট্রোল ক্রিকেট বোর্ডের অফিসে চলে গিয়ে সরাসরি সৌরভ গাঙ্গুলির সাথে সাকাৎকার করেন। সেখানে দীর্ঘক্ষণ তারা বার্তালাপ করেন।তারপরই এক আলোচনার সূত্রপাতের দ্বারা এই কথাটি সকলের মাঝে আসতে শুরু হয়।সৌরভ গাঙ্গুলি ঘনিষ্ট সূত্রে এমনই এক ইঙ্গিত দিয়েছেন।

এক বিশেষ উৎরে জানা যায়, গত শুক্রবার আইপিএলকে সামনে রেখে সৌরভ গাঙ্গুলি মুম্বাই পৌঁছে যান।আর এই খবর পেয়েই করণ জোহরও সেখানে পৌঁছে যান।

যদিও এবিষয়ে এখনও খোঁজ চলছে।তবে এখনও পর্যন্ত জানা যায়নি যে এই বায়োপিকে প্রধান চরিত্রে কে আছেন।এই বিষয়ে নানান ধরণের কথাবার্তা শুরু হয়েছে।

Back to top button