বিনোদন

প্রাক্তন প্রেমিক অক্ষয়কে নিয়ে বিস্ফোরক মন্তব্য শিল্পা শেঠির, বললেন

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শিল্পা শেঠির সোমবার (৮জুন) জন্মদিন ছিল।সেদিন তিনি ৪৫বছর বয়সে পা দিয়েছেন ।অভিনেত্রী শিল্পা রাজ কুন্দ্রার সঙ্গে জমিয়ে সংসার করলেও, অক্ষয় কুমারের সঙ্গে তার সম্পর্ক এবং বিচ্ছেদ নিয়ে এখনও সরগরম হয়ে ওঠে পেজ থ্রি’র পাতা।ম্যায় খিলাড়ি তু আনাড়ির শ্যুটিংয়ের সেট থেকেই শিল্পা শেঠির সঙ্গে অক্ষয় কুমারের সম্পর্ক শুরু হয় ।

কিন্তু শেষ পর্যন্ত শিল্পা ও অক্ষয় কুমারের প্রেম ভেঙে যায়। তখন শোনা গিয়েছিলো, টুইঙ্কেলের জন্যই নাকি অক্ষয় শিল্পাকে ছেড়ে দিয়েছিলেন। টুইঙ্কেল খান্নার সঙ্গে বিয়ের পর অক্ষয় যখন সংসার পাতিয়ে ফেলেন সেই সময়ই প্রাক্তন প্রেমিক অক্ষয় কুমারকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন অভিনেত্রী শিল্পা। তিনি এক সাক্ষাৎকারে জানান, অক্ষয় তাকে শুধু ব্যবহারই করেছিল। তারপর যখন ব্যবহার করা শেষ হয়ে গিয়েছিলো তখন তাকে ছুড়ে ফেলে দিয়েছেন অক্ষয়।

তবে টুইঙ্কেলকে কোনোভাবেই দোষারোপ করেননি এই বলিউড অভিনেত্রী। তিনি জানিয়েছিলেন, ‘যখন নিজের কাছের মানুষই প্রতারণা করে, তখন অন্যকে দোষ দিয়ে কী হবে বলুন!’ শিল্প আরো জানান যে, অক্ষয়ের সঙ্গে যখন তার সম্পর্ক ছিল অক্ষয় সেই সম্পর্কের গুরুত্ব দেননি। যার ফলে তাদের দুজনের মাঝে টুইংকেল হাজির হয়েছিলেন। তবে শিল্পা অক্ষয়ের সম্পর্কে এমন বিস্ফোরক মন্তব্য করলেও এর কোনো পাল্টা জবাব দেননি অক্ষয় কুমার।

Back to top button