পরিচালক সৌকর্যের সঙ্গে জোর বিতর্কে শ্রীলেখা! উতাল পাতাল নেটদুনিয়া

টালিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রীলেখা মিত্র। কিছুতেই যেন বিতর্ক পিছু ছারে না শ্রীলেখার।প্রায়ই যেকোনো বিষয়ে বিতর্কে জড়ান শ্রীলেখা। আর এবার তার ব্যতিক্রম হলো না।টালিউড পরিচালক সৌকর্যের সঙ্গে ফের বিতর্কে জড়ালেন অভিনেত্রী শ্রীলেখা। গতকাল বৃহস্পতিবার শ্রীলেখা তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দেন। এ স্ট্যাটাসকে কেন্দ্র করেই বিতর্কের জাল সৃষ্টি হয়েছে বলে জানা যায়।
জানা গিয়েছে, প্রায় দুই বছর আগে শ্রীলেখাকে নিয়ে ‘রেনবো জেলি’ নামে একটি চলচ্চিত্র নির্মাণ করেন পরিচালক সৌকর্য। এখন নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে ছবিটি । কিন্তু সেই ছবি করার পারিশ্রমিক শ্রীলেখা এখনো পাননি বলে অভিযোগ । সেই সঙ্গে নেটফ্লিক্সে অভিনয়শিল্পীদের নামের তালিকায় নাম নেই শ্রীলেখার। তারই জের ধরে চলছে বিতর্ক।
পারিশ্রমিক প্রসঙ্গে শ্রীলেখা মিত্র বলেন, ‘‘ভেবেছিলাম এই নতুন ছেলেটি তার লেখা নতুন ছবিটিতে কাজ করতে বলছে যখন করি, পরে না হয় টাকার কথা ভাববো । ওমা, সিনেমা হয়ে গেল, কাজ ভালো হলো, কিন্তু টাকার কথা মুখেই নেই! এবার পূজার আগে টাকার দরকার ছিল। ‘রেনবো জেলি’-এর জন্য টাকা চেয়েছিলাম।কিন্তু সৌকর্য বলে, কিসের টাকা দেব? তখন আমি বলেছিলাম, তোমার সঙ্গে আর কী ব্যবসা আছে আমার, যে সিনেমা ছাড়া অন্য কিছুর জন্য পেমেন্ট চাইব? যে যায় লঙ্কায় সে-ই হয় রাবণ! তাই তো সৌকর্য? আরো কয়েক বছর আগে ‘পেণ্ডুলাম’ করেছিলাম। বলেছিলাম, ওই পুরোনো পারিশ্রমিক নেব, সে টাকাও পুরোটা পাইনি।’’
তবে এইদিকে শ্রীলেখার এমন অভিযোগকে মিথ্যা বলে দাবি করেছেন পরিচালক সৌকর্য। সৌকর্য বলেন, ‘শ্রীলেখাদি মিথ্যে বলেছে! আমি ওকে টাকা দিয়ে দিয়েছি। আমি তো সোশ্যাল মিডিয়ায় লিখলাম, তা হলে জিএসটি স্লিপ পোস্ট করি? উত্তর আসেনি। আমার প্রশ্নের উত্তর আমি পাচ্ছি না।’ এ নিয়ে নানা তর্ক বিতর্ক চললে আইনি সমাধানের পথে হাঁটার বিষয় স্মরণ করে শ্রীলেখা মিত্র বলেন যে, ‘আমি যদি চাই তাহলে কিন্তু মামলা করতে পারি।’ এ প্রসঙ্গে সৌকর্য বলেন, ‘আমি শুধু না, এতোবার যে নেটফ্লিক্সের প্রসঙ্গ আসছে, চাইলে নেটফ্লিক্সও মানহানির মামলা করতে পারে।’