বিনোদন

নেহা কক্কর পেটে আসার পর তার মামা-বাবা গর্ভপাত করতে চেয়েছিলেন, যে কারণে

বলিউডের জনপ্রিয় সংগীতশিল্পী নেহা কক্কর।দরিদ্র পরিবারে জন্ম নিয়েছেন নেহা। কিন্তু ক্যারিয়ারের সাফল্যটা তিনি বেশ ভালোভাবেই পেয়েছেন। সম্প্রতি নেহা কক্করের ভাই টনি কক্কর এমন এক গোপন কথা প্রকাশ্যে আনলেন, যেটা শুনে নেহার ভক্তরা বেশ কষ্ট পেয়েছে।

জানা যায়,বলিউডের সবচেয়ে আলোচিত জনপ্রিয় সংগীতশিল্পী নেহা কক্কর। দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বের বিভিন্ন প্রান্তে পৌঁছে গেছে তাঁর জাদুকরি কণ্ঠ, হৃদয়ছোঁয়া গান। এমনকি শুধু নেহাই নয় তার ভাই সংগীতশিল্পী টনি কক্কর ‘স্টোরি অব কক্করস’ নামে একটি ভিডিও সিরিজ নির্মাণ করেছেন। যেখানে নেহার সম্পর্কে বেশ কিছু অজানা তথ্য ফুটিয়ে তোলা হয়েছে। এমনকি ছোট থেকে তারা কিভাবে বেড়ে উঠেছেন টনি সে কোথাও প্রকাশ্যে আনেন।

সম্প্রতি ওই অনুষ্ঠানের একটি পর্ব প্রকাশ্যে এসেছে। যেখানে টনি কক্কর বলেন, ‘নেহা যখন মায়ের গর্ভে আসে সেই সময় আর্থিক সমস্যা থাকায় বাবা ও মা গর্ভপাত করতে চেয়েছিলেন। কিন্তু ততদিনে ৮মাস হয়ে গিয়েছিলো যার ফলে আর গর্ভপাত করানো সম্ভব হয়নি।’ তবে এখন সেই নেহাকে নিয়েই তার মা বাবা বেশ গর্ভ করেন।

Back to top button