বিনোদন
নেটিজেনদের খোঁচা! অবশেষে চুপ থাকতে না পেয়ে মুখ খুললেন নায়িকা কোয়েল মল্লিক

টালিউডের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক কিছুদিন আগেই জন্ম দিয়েছেন এক ফুটফুটে পুত্র সন্তানের।আর তারপর থেকেই সোশ্যাল মিডিয়ায় একের পর এক মিথ্যে খবর ছড়ায় কোয়েলের পরিবার নিয়ে।
এমনকি কোয়েলের ছেলেকে পর্যন্ত ছাড়েননি তারা।সোশ্যাল মিডিয়ায় নানা ধরণের কথা উঠতে থাকে কোয়েলের ছেলেকে নিয়ে। কোয়েলয়ের ছেলে নাকি অসুস্থ, আইসিইউতে ভর্তি। তবে এই সব খবরে বিরক্ত হয়ে অবশেষে নেটিজেনদের খোঁচা দিয়ে কথা বলার প্রতিবাদ জানালেন নায়িকা।
রোববার কোয়েল ফেসবুকে লেখেন, ‘আমি সবসময় আমার এবং কাছের মানুষদের নিয়ে ভুয় খবরে চুপ থেকেছি, কারণ সেটাই আমার কাছে স্বাভাবিক বলে মনে হয়েছে । আমি আপনাদের কাছে অনুরোধ করছি প্লিজ দয়া করে কোনোরকম ভিত্তিহীন গুজবে কান দেবেন না। এই কুরুচিকর মানসিকতা অত্যন্ত ঘৃণ্য। এমনকি আমরা সবাই সুস্থ আছি, ভালো আছি। আর আপনার ভালো থাকুন, মানুষকেও ভালো থাকতে দিন।’