বিনোদন

দাম্পত্যের তিক্ত অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন আদনান সামির প্রথম স্ত্রী জেবা

দাম্পত্যের তিক্ত অভিজ্ঞতা জানালেন আদনান সামির প্রথম স্ত্রী জেবা বখতিয়ার। জানালেন, সম্পর্ক টিকিয়ে রাখতে সব রকম চেষ্টাই করেছিলেন তিনি।

‘তেরা চেহেরা’, ‘লিফট কারাদে’-এর মতো জনপ্রিয় গান দিয়ে বলিউডের লাইমলাইটে আসেন আদনান সামি। তবে বলিউডে সফলতা পাওয়ার আগেই পাকিস্তানি অভিনেত্রী জেবা বখতিয়ারকে ১৯৯৩ সালে বিয়ে করেন আদনান। জেবা বখতিয়ার নব্বইয়ের দশকের সফল ছবি ‘হিনা’র মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন। প্রথম ছবিতেই তুমুল সাফল্য। তবে ওই একটি ছবির পর আর কোনও কাজই তেমন সফল হয়নি।

বিয়ের পর থেকেই আদনানের সঙ্গে জেবার দাম্পত্য ভালো চলছিল না। বিয়ের বছরই জন্ম নেয় তাদের পুত্র সন্তান আজান সামি। ছেলের জন্মের পর থেকে ধীরে ধীরে কাজ কমাতে শুরু করেন অভিনেত্রী, চেয়েছিলেন সংসার করতে। তবে সেই ইচ্ছা অপূর্ণই থেকে যায় জেবার। বিচ্ছেদ হয়ে যায় আদনান ও জেবার।

এক ইউটিউব চ্যানেলে দেয়া সাক্ষাৎকারে জেবা বলেন, ‘আমি আমার ১৮ মাসের শিশুর অধিকারের জন্য লড়াই করেছি আদনানের সঙ্গে। একটা পাগলের মতো অবস্থা হয়ে যায় আমার। তবু কাজ চালিয়ে যাচ্ছিলাম। আমার জীবনের ওই সময়টাতে ফিরে তাকাতে চাই না। প্রায় ১৮ মাসের লড়াই শেষে ছেলেকে ফিরে পাই।’

ছেলে পাওয়ার পরে কাজের খোঁজে লন্ডনে যান জেবা। সেখানে বেশ কিছু টেলিভিশন শো-তে দেখা যায় তাকে। পরে অভিনেতা জাভেদ জাফরিকে বিয়ে করেন জেবা। তবে সেই বিয়েও টিকেনি।

অন্যদিকে জেবার সঙ্গে ছাড়াছাড়ি হওয়ার পর দ্বিতীয় বিয়ে করেন আদনান। সেই সংসার টিকেনি। বর্তমানে তৃতীয় স্ত্রী রোয়া ফ্রায়াবির সঙ্গে সংসার করছেন আদনান সামি।

Back to top button