‘দশম অবতার’র মধ্যমণি অভিনেত্রী জয়া আহসান, চমক দিলেন পরিচালক সৃজিত মুখার্জী!
যতটা ঢালিউডে দেখা যায় তার চেয়ে বেশি টলিউডের ধম্যমণি হয়ে উঠেছেন। ঢাকার সিনেমার চেয়েও কলকাতায় তার ব্যস্ততা বেশি। নিজের যোগ্যতা দিয়ে টলিপাড়া শাসন করছেন জয়া আহসান। পশ্চিমবঙ্গে গত ২ জুন মুক্তি পেয়েছে তার সিনেমা ‘অর্ধাঙ্গিনী’। এরইমধ্যে প্রকাশ্যে এল ‘দশম অবতার’র প্রথম চমক। বৃহস্পতিবার সকালে সবাইকে একসঙ্গে করে রীতিমত চমকে দিলেন নির্মাতা সৃজিত মুখোপাধ্যায়।
ছবিগুলো যে নেটদুনিয়ায় মুগ্ধতা ছড়িয়েছে তার বলার অপেক্ষা থাকে না। সেখানে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, রূপম ইসলাম, অনির্বাণ ভট্টাচার্য, অনুপম রায়, যিশু সেনগুপ্ত, ইন্দ্রদীপ দাশগুপ্তর মতো নামীদামী অভিনেতাদের দেখা গেছে। আর ছবির মধ্যমণি হয়ে আছেন জয়া আহসান। একদম ‘দাবাং’ লুকে ধরা দিলেন ছবির প্রধান ব্যক্তিরা।
আর এই ছবি দেখেই এক প্রকার ঘুম ছুটেছে ভক্তদের! এক ব্যক্তি মজা করে লেখেন, ‘খেলা হবে।’ কেউ কেউ তাঁদের পোশাকের রং দেখে লেখেন, ‘জয় আর্জেন্টিনা।’
অনেকেই জানান তারা এই ছবির জন্য মুখিয়ে আছেন। একসঙ্গে এতজন গুণী মানুষকে দেখে সকলেই অভিভূত। পূজায় যে বড়সড় কোনও চমক অপেক্ষা করে রইল সেটা স্পষ্ট।
প্রসঙ্গত এই ছবিতে আগে শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের থাকার কথা ছিল। কিন্তু তিনি অন্তঃসত্ত্বা হওয়ার কারণে তার জায়গায় এই ছবিতে থাকবেন জয়া। একটা সময় সৃজিত-জয়ার প্রেম নিয়ে কম চর্চা হয়নি। আবারও তারা একত্রে কাজ করবেন এই ছবিতে। ফলে স্বাভাবিক ভাবেই নতুন করে শুরু হয়েছে চর্চা।
এই ছবিতে অভিনয়ের চমকের সঙ্গে গানেও যে বিশাল চমক থাকবে সেটা স্পষ্ট। আর হবে নাই বা কেন, রূপম, অনুপম, ইন্দ্রদীপ তিনজনই আছেন! চলতি বছরের পূজায় মুক্তি পাবে সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ‘দশম অবতার’।