বিনোদন

সেলিব্রিটি হয়েও না খেয়ে দিন কাটছে রানু মন্ডলের, কারণ

রানাঘাট স্টেশন থেকে সোজা মুম্বাইয়ের রেকর্ডিং স্টুডিওতে জায়গা করে নিয়েছিলেন রানু মন্ডল । সোশ্যাল মিডিয়াতেও বেশ জনপ্রিয় হয়ে গিয়েছিলেন তিনি। তবে বর্তমানে করোনার দুর্যোগে দরিদ্র মানুষদের পাশে দাঁড়িয়েছেন বলিউড থেকে টালিউডের তারকারা। এমনকি সেই তালিকা থেকে বাদ যাননি রানু মন্ডলও।

রানু মন্ডল দরিদ্র মানুষদের পাশে দাঁড়িয়েছিলেন। নিজের এলাকার গরিবদের মাঝে চাল, ডাল বিতরণ করেছেন তিনি। কিন্তু এবার এলো দুঃসংবাদ। আবারও অভাবের মধ্যে পড়েছেন রানু। মাস দুয়েক আগেও তার ঘরে খাবারের সংকট ছিলো না, তখন অন্যদের তিনি খাবার দিয়েছেন। আর এখন তার ঘরেই তৈরি হয়েছে খাবারের সংকট।আবারো অনাহারে দিন কাটছেন রানুর।

তাকে নাকি আগের রানুর মতোই লাগছে। কারণ বর্তমানে তার দিন কাটছে চিড়া,মুড়ি খেয়ে। তবে সেই চিড়া মুড়ি তার নিজের টাকায় কেনা নয়, পাড়াপ্রতিবেশীরা তাকে প্রত্যেকদিন দেন। আর যেদিন না দেয় সেদিন তাকে না খেয়ে থাকতে হয়। অবাক করার মতো বিষয়, রাতারাতি যেমন সেলিব্রিটি হয়েছিলেন রানাঘাটের রানু। এভাবেই চোখের পলকে গ্ল্যামার ওয়ার্ল্ড থেকে তার নাম মুছে যেতে চলেছে।

Back to top button