দক্ষিণী সুপারস্টার বিজয় সেতুপতির সঙ্গে নতুন সিনেমায় ক্যাটরিনা, জেনেনিন সিনেমার নাম ও মুক্তির তারিখ
একে একে জীবনের চল্লিশটি বসন্ত পার করেছেন, তবু যেন অষ্টাদশী অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। সমুদ্রের মাঝে স্বামী ভিকি কৌশলের বাহুডোরে জন্মদিন কাটিয়েছেন। এর মধ্যে তার নতুন সিনেমার ঘোষণা এসেছে। এবার দক্ষিণী সুপারস্টারের সঙ্গে জুটি বাঁধছেন ক্যাট।
কে এই দক্ষিণী তারকা? যিনি ‘৯৬’, ‘সুপার ডিলাক্স’-এর মতো সিনেমার মাধ্যমে মন জয় করেছেন। আবার এখন ‘জওয়ান’ শাহরুখ খানেরও সঙ্গী হয়েছেন। খোদ শাহরুখ বলেছেন, তিনি এই তারকার সঙ্গে কাজ করতে পেরে গর্বিত। বলা হচ্ছে বিজয় সেতুপতির কথা। এবার তামিল সিনেমার এই সুপারস্টারের সঙ্গেই জুটি বাঁধছেন ক্যাটরিনা। তাও আবার শ্রীরাম রাঘবনের মতো পরিচালকের পরিচালনায়। ছবির নাম ‘মেরি ক্রিসমাস’।
জানা গেছে, হিন্দি ও তামিল দুই ভাষাতেই ‘মেরি ক্রিসমাস’ তৈরি করা হয়েছে। দুই ছবিতে নায়ক-নায়িকা এক থাকলেও পার্শ্ব চরিত্রাভিনেতারা আলাদা। হিন্দি ভার্সনে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে সঞ্জয় কাপুর, বিনয় পাঠক, প্রতিমা কান্নান ও টিনু আনন্দকে। এর তামিল ভার্সনে থাকছেন রাধিকা সারথকুমার, শানমুগারাদা, কেভিন জে বাবু ও রাজেশ উইলিয়ামকে।
ছবিতে পরী নামের এক শিশুশিল্পীকেও দেখা যাবে। এছাড়াও ক্যামিও চরিত্রে দেখা যাবে অশ্বিণী কালসেকর ও রাধিকা আপ্তেকে। ১৫ ডিসেম্বর সিনেমা হলে মুক্তি পাবে ‘মেরি ক্রিসমাস’।
উল্লেখ্য, এর আগে ‘অন্ধাধুন’-এর মতো জাতীয় পুরস্কারজয়ী সিনেমা তৈরি করেছেন রাঘবন। থ্রিলারধর্মী গল্প বলতেই ভালোবাসেন তিনি। ‘মেরি ক্রিসমাস’-এর পোস্টারের ধরন দেখে মনে হচ্ছে, ফের একবার রহস্যে ঘেরা গল্প দর্শকদের উপহার দিতে যাচ্ছেন পরিচালক।