বিনোদন
‘তোমাকে পেয়ে আমি ধন্য’

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া প্রায়ই সোশ্যাল মিডিয়ায় নানারকম ছবি বা ভিডিও শেয়ার করে থাকেন। তবে মাঝে মাঝে বেশ সমালোচনার মুখেও পড়েন প্রিয়াঙ্কা। প্রিয়াঙ্কা শনিবারদিন তার নতুন হেয়ার কাটের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন। যেখানে প্রশংসার পাশাপাশি কটাক্ষের মুখেও পড়েছিলেন নায়িকা।
তবে এবার ফের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন প্রিয়াঙ্কা চোপড়া। যেখানে প্রিয়াঙ্কার সঙ্গে তার স্বামী নিক জোনাসকে দেখা যাচ্ছে। ওই ছবির ক্যাপশনে প্রিয়াঙ্কা লিখেছেন, ‘আমার আজীবনের সঙ্গী, তোমাকে পেয়ে আমি ধন্য’।
ওই ছবিটিতে দেখা যাচ্ছে, ‘স্বামী নিক জোনাসের কাঁধে মাথা রেখে শুয়ে আছেন প্রিয়াঙ্কা। দুজন দুজনের হাত শক্ত করে ধরে আছেন। প্রিয়াঙ্কাকে ওই ছবিতে বেশ হাসি খুশি দেখালেও নিককে যেন বেশ আনমনা লাগছিলো।’