তৈমূর সারাকে দিদি নয় বরং যে নামে ডাকে, তা নিজেই জানালেন নায়িকা সারা আলী

বলিউডের জনপ্রিয় অভিনেতা সাইফ আলী খান ও প্রথম স্ত্রী অমৃতা সিং-এর দুই সন্তান সারা আলী খান-ইব্রাহিম আলী খান।এই দুই সন্তান জন্ম দেওয়ার পরও সাইফের সঙ্গে অমৃতার বিচ্ছেদ হয়ে যায়। পরে অবশ্য সাইফ ভালোবেসে বিয়ে করে কারিনা কাপুরকে। কিন্তু অন্যদিকে অমৃতা একাই থেকে যান। কারিনার কোল জুড়ে আসে এক ফুটফুটে ছেলে সন্তান। যার নাম তৈমূর আলী খান । আপনারা নিশ্চই সবাই জানেন এই বয়সেই সেই ছোটো তৈমূর বেশ জনপ্রিয় হয়ে গিয়েছে। প্রায় তাকে নিয়ে কত খবর উঠে আসে সোশ্যাল মিডিয়ায়।
এমনকি এদিকে তৈমুরের সঙ্গে বেশ ভালো সম্পর্ক সারা আলী খানের। তাদের দুজনকেও একসঙ্গে খেলা করতে ছবি তুলতে প্রায়ই দেখা যায়। কিন্তু জানেন কি তৈমূর সারাকে কি নামে ডাকে? এ কথাই সম্প্রতি এক সাক্ষাৎকারে জানালেন নায়িকা সারা আলী খান।
সারা আলী খান জানান, ‘ভাই তৈমূর আমাকে দিদি বলে ডাকে না। ডাকে ‘গোল’ বলে। কিন্তু জানি না কেন ও আমাকে ‘গোল’ বলে ডাকে? আর আমি আগের মতো এখন আর মোটেও নেই। তবে যে কারণেই ডাকুক না কেন তৈমূর আমাকে যখন ‘গোল’ বলে ডাকে বেশ ভালো লাগে।’