তারার জগতে এত অন্ধকার, জানলে অবাক হয়ে যাবেন

বিদ্যা বলেন অভিনীত ছবি ‘ডার্টি পিকচার’ সুপার ডুপার হিট হয়েছিল বক্সঅফিসে।তবে ছবিটি সুপারহিট হওয়ার পর বিদ্যা বলেন দর্শকদের যেমন প্রশংসাও পেয়েছেন ঠিক তেমনি ট্রোলের মুখেও পড়েছেন বিদ্যা ।কারণ ওই ছবিটিতে বিদ্যাকে খোলামেলা পোশাক পড়তে দেখা গিয়েছিলো। কিন্তু ছবিটি যদি হয় দক্ষিণ ভারতীয় অভিনেত্রী সিল্ক স্মিতাকে নিয়ে, স্বল্পবসনা না হলে তো চরিত্র বিশ্বাসযোগ্যতা পায় না! একসময়কার তুমুল জনপ্রিয় তারকা সিল্ক স্মিতার জীবনের করুণ পরিণতি যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় এ রকম একেকজন তারকার উত্থানের পেছনে আছে কত গ্লানি, সমঝোতা ও অবমাননার কাহিনি।
অনেক তরুণ-রতরুণী পণ্যের মডেল হওয়ার এবং রাম্পে হেটে দর্শকদের নজর কেড়ে নেওয়ার স্বপ্ন দেখেন । কিন্তু যাদের বিলবোর্ডে বড় আকৃতির ছবি দেখা যায় এবং বড় তারকা হয়ে ওঠার পেছনে কত প্রতিযোগিতা থাকে সেইসব খবর কে বা রাখে? করপোরেট প্রতিষ্ঠানের বড় কর্তার অঙ্গুলি হেলনে যেমন কারও ক্যারিয়ার ঝলমলে হয়ে ওঠে, তেমনি তাঁদেরই ভ্রুকুটিতে নিঃস্ব হয়ে যাওয়ার ঘটনা যে কত ঘটছে গ্ল্যামার জগতে, ফ্যাশন ছবিটিতে উঠে আসে সেই চিত্র। আর এই ছবিতে বলিউডের দুই অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া ও কঙ্গনা রানাউত দুজনেই রীতিমত পাল্লা দিয়ে অভিনয় করেন।
এমনকি অন্যদিকে বলিউড অভিনেতা সঞ্জয় দত্তের জীবনেও অনেক নাটকীয় উপাদান রয়েছে। সঞ্জয়ের জীবন নির্ভর ছবি সঞ্জু।সেই ছবি সুপারহিট হওয়ার পর সঞ্জয় মাদক দ্রব্যে আসক্ত হয়ে পরে ও তার ক্যারিয়ার ধ্বংসের মুখে চলে যায়।কিন্তু তার মা তাকে সেই মাদক দ্রব্য থেকে সরিয়ে আনে। এরপর ফের তার ক্যারিয়ার নতুন করে গড়ে ওঠে।কিন্তু এর মধ্যে মুম্বাইয়ের দাঙ্গার সময় অস্ত্র রাখার দায়ে শাস্তি হয় তাঁর। একের পর এক দ্বন্দ্ব–সংঘাতে জড়িয়ে পড়া ও ঘুরে দাঁড়ানোর গল্প সঞ্জু। এর পর সঞ্জয়ের জীবযবস্থায় তার চরিত্রে রণবীর কাপুর অভিনয় করে বেশ চমক লাগিয়ে দেয়।
এরকমই এল-অন্ধকার ভরা নিয়ে আরেকটি ছবি ‘হিরোইন’। সেই ছবিতে দুই নায়ক-নায়িকার প্রেমের সম্পর্কের টানপড়েন ক্যারিয়ার কিভাবে দুজনকে অনিয়শ্চতার দিকে ঠেলে ফেলে দেয় সেই গল্পই নিখুঁত ভাবে তুলে ধরেছেন পরিচালক মধুর ভান্ডারকর। সেই ছবিতে নায়িকার চরিত্রে অভিনয় করে কারিনা কাপুর বেশ প্রসংশা পেয়েছিলেন। জনান্তিকে বলে রাখি, এই ছবির কাহিনির সঙ্গে আমাদের দেশের ফিল্ম ইন্ডাস্ট্রির দুই জনপ্রিয় নায়ক-নায়িকার প্রেম ও পরিণতিরও যেন কিছুটা মিল পাওয়া যায়।