বিনোদন

তলানিতে ‘তুঁতে’র টিআরপি, এবার এই সিরিয়াল নিয়ে চরম সিদ্ধান্ত নিলো স্টার জলসা!

বাংলা সিরিয়ালের টিআরপির সংকট প্রকট হয়ে উঠেছে। আগে যেখানে প্রতিটি সিরিয়াল বছরের পর বছর ধরে চলত, সেখানে এখন এক বছরও টিকে থাকতে পারে না। কারণ বাংলা সিরিয়ালের ক্ষেত্রে এখন টিআরপিই সবকিছু।

টিআরপি না থাকলে নতুন সিরিয়ালগুলিকে বন্ধ করে দেওয়া হয়। এটিই ঘটেছে তুঁতে সিরিয়ালের ক্ষেত্রে। দীপান্বিতা রক্ষিত এবং সৈয়দ আরেফিন অভিনীত এই সিরিয়ালটি মাত্র দু মাস চলার পরই বন্ধ হয়ে গেছে। কারণ সিরিয়ালটি টিআরপিতে ভালো ফল করতে পারেনি।

তুঁতে সিরিয়ালের টিআরপি না ওঠার কারণ হিসেবে পরিচালককেই সরিয়ে দেওয়া হয়েছে। পরিচালক মনোজিৎ মজুমদারকে সরিয়ে দিয়ে নতুন পরিচালক হিসেবে সায়ন দাশগুপ্তকে আনা হয়েছে। দেখা যায় নতুন পরিচালক এসে সিরিয়ালের টিআরপি বাড়াতে পারবেন কিনা।

বাংলা সিরিয়ালের টিআরপির সংকট দূর করার জন্য প্রযোজকদেরকে আরও বেশি সৃজনশীল হতে হবে। তাদেরকে এমন গল্প এবং চরিত্র তৈরি করতে হবে যা দর্শকদেরকে আকৃষ্ট করে। এছাড়াও, তারা সিরিয়ালগুলিকে আরও আকর্ষণীয় করে তুলতে পারে বিভিন্ন কৌশল ব্যবহার করে।

Back to top button