‘ঠোঁট’ সার্জারি করার জন্য পাগল হয়ে পড়েছিলেন বলিউডের জনপ্রিয় এই নায়িকা

বলিউডের নায়িকাদের নিজেদের লুকস,ওজন, পোশাক-সবকিছুর জন্য ২৪ ঘণ্টাই সচেতন থাকতে হয়। মাসখানেক ধরেই বলিউডের জনপ্রিয় নায়িকা শ্রুতি হাসানের লুকস নিয়ে আলোচনার শেষ নেই সোশ্যাল মিডিয়ায়। কারণ অনেকের দাবি, নায়িকা শ্রুতি নাকি প্লাস্টিক সার্জারি করিয়েছেন।
সম্প্রতি একথা নায়িকা শ্রুতি হাসানও নিজে মুখে স্বীকার করে নিয়েছেন।তবে এবার শ্রুতি জানালেন, তিনি নাকি পলিসিস্টিক ওভারি সিনড্রোম এবং ডিসমেনোরিয়া রোগে আক্রান্ত । আর সেই কারণেই তাঁর শরীরে ওজনে পরিবতর্ন দেখা যাচ্ছে তার । পাশাপাশি তাঁকে নাকি ভারতীয়দের মতো দেখতে নয়, এমন কথা শুনেই ‘ঠোঁট’ সার্জারি করার জন্য পাগল হয়েছিলেন তিনি।
এমনকি ‘ঠোঁট’ সার্জারির কথা স্বীকার করে নায়িকা শ্রুতি এও বলেন যে, ‘নিজের ঠোঁট নিয়ে আমি অনেক পরীক্ষা করেছি।এমনকি আমি একটা সময় ঠোঁট সার্জারি করার জন্য পাগল হয়ে গিয়েছিলাম।তবে এখন আমার কোনো অসুবিধা নেই।স্বাভাবিক জায়গায় ফায়ার এসেছে আমার ঠোঁট।তবে আমি এটা ভালো করে জানি বলিউডের অনেকেই সার্জারি করে, কিন্তু তাদের কিছু বললে তারা বলেন ঠোঁটে নাকি লিপি বাম লাগিয়েছেন।’