বিনোদন

ট্রেলারেই চমকে দিলো কোয়েলের ‘রক্তরহস্য’

কলকাতার জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক অভিনীত ‘রক্তরহস্য’র ট্রেলার সম্প্রতি মুক্তি পেয়েছে।এই ছবিতে মুখ্য ভূমিকায় রয়েছেন অভিনেত্রী কোয়েল মল্লিক।’রক্তরহস্য’ ছবির গোটা ট্রেলারটাই উত্তেজনার ওভারডোজ। এই ছবিতে কোয়েলের চরিত্রের নাম স্বর্ণজা।স্বর্ণজা পেশায় একজন রেডিও জোকি। কিন্তু হঠাৎ করে তার কাছে একটা ফোন আছে আর তার জীবন যেন পুরো এলোমেলো হয়ে যায়।৫বছর আগে হারিয়ে যাওয়া শিশুটির খোঁজ পাওয়া যায়।ইতিমধ্যেই এই ২মিনিটের ট্রেলারটি যেন ১লক্ষেরও বেশি বার দেখা হয়েছে।

এমনকি এই ছবিতে স্বর্ণজা অর্থাৎ কোয়েলের ভাইয়ের চরিত্রে দেখা যাবে ঋতব্রত মুখোপাধ্যায়। এছাড়াও এই ছবিতে শান্তিলাল মুখোপাধ্যায়, লিলি চক্রবর্তী, চন্দন রায় সান্যাল, কাঞ্চনা মল্লিককেও অভিনয় করতে দেখা যাবে। কোয়েল অভিনীত ‘রক্তরহস্য’ ছবিটি পরিচালনা করেছেন দেবদীপ মুখোপাধ্যায় ও নবারুন বসু।

প্রসঙ্গত, এর আগে ‘রক্তরহস্য’ ছবির টিম এই ছবির ফার্স্টলুক শেয়ার করেছিলেন।সেখানে কোয়েলকে দেখা গিয়েছিলো কোলে সদ্যজাত নিয়ে দাঁড়িয়ে রয়েছেন। চোখে মুখে চাপা উত্তেজনা।দেখেই যেন মনে হচ্ছিলো এর পিছনে কোনো রহস্য লুকিয়ে আছে। তবে কোয়েলের ‘রক্তরহস্য’ ছবি পুরোটা দেখতে অপেক্ষা করতে হবে এপ্রিলের ১০ তারিখ পর্যন্ত।

Back to top button