ট্রাম্পের মুখেও শোনাগেলো ডিডিএলজে-এর প্রশংসা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্প ও তার পুরো পরিবার সোমবার বেলা ১২টা নাগাদ ভারতে এসে পৌঁছেছিলেন।সর্দার বল্লভভাই প্যাটেল বিমান বন্দর- এ নামেন সেখানে প্রধানমন্ত্রী তাদেরকে সম্বর্ধনা জানান।এরপর সেখান থেকে তারা সরাসরি সবরমতি আশ্রমে যান, সেখানে গিয়ে তারা ‘বাপুর’ আশ্রম পরিদর্শন করেন।এরপর তারা সেখান থেকে সরাসরি মোতেরা স্টেডিয়ামে চলে যান।
সেখানে বহু মানুষ এসেছিলেন।সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসা করেন ডোনাল্ট ট্রাম্প।এর পাশাপাশি তিনি বলিউডের প্রশংসা শোনা যায় তার মুখে।
তিনি এই প্রশংসায় বলেন, বলিউড প্রত্যেক বছর প্রায় ২০০০ সিনেমা তৈরী করে থাকে।শুধু তাই নয়, ভারতে
যা কার্যত গর্বের বিষয়। শুধু তাই নয়, দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ -এর প্রশংসা করেন।
এর আগে বারাক ওবামাও বলিউডের প্রশ্নে ডিডিএলজি- এর নাম তুলে ধরেন, এবার ট্রাম্পও সেই সিনেমার নাম তুলে ধরেন।তিনি বলিউডের পাশাপাশি ভারতীয় ক্রিকেটের সুনামও করেন।তার মুখে শোনা গিয়ে থাকে শচীন তেন্ডুলকর ও বিরাটের নাম।