বিনোদন
টলিউড ছেড়ে বিদেশে ছবি করতে চলছেন, জনপ্রিয় নায়ক দেব

বাংলাদেশে নভেম্বরে দেবের একটি ছবি মুক্তি পেয়েছিল, সেটি হলো পাসওয়ার্ড।তখনই তিনি ঠিক করেন যে বাংলাদেশে একটি ছবি করবেন ।কেননা বাংলাদেশে তার ভক্তের সংখ্যা কম নয়।সেই ছবির নাম হলো ‘মিশন সিক্সটিন’।এই ছবিটি পরিচালনা করবেন শামীম আহমেদ।এই ছবির মূল গল্প হলো, সন্ত্রাসবাদ দমন নিয়ে একটি ফোর্স অভিযান চালানো।
এই ছবির বিপরিতে নায়িকা হলো জাহারা মিতু।জাহারা মিতু বাংলাদেশে খুবই জনপ্রিয়।এই ছবিতে তিনি দেবের এতে সন্ত্রাসবাদ দমনে সমান ভাবে জড়িয়ে আছেন।এই সিনেমাতে দেবের নাম- রাজ্, আর মিতুর নাম-ঐশী।
এই ছবিতে দুই দেশের মানুষ আছে।টলিউডের থেকে রজতাভ দত্ত, বিশ্ব নাথ বসু ও সুপ্রিয় দত্ত।এই ছবিটি বাংলাদেশকে নানান জায়গায় হওয়ার কথা আছে।