বিনোদন

টাইগার নাকি কার্তিক, কার সঙ্গে ডেটিংয়ে যেতে চান অনন্যা? জানালেন নায়িকা নিজেই

বলিউডের জনপ্রিয় নায়িকা অনন্যা পান্ডে বলিউডের সুপারস্টার টাইগারের বিপরীতে ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার ২’তে অভিনয় করে বলিউডে পাকা জায়গা করে নেন।এরপর ‘পতি পত্নি অউর ওহ’তে বলিউডের কিউট বয় অভিনেতা কার্তিক আরিয়ানের বিপরীতে অভিনয় করেন তিনি। যেখানে তাকে কার্তিকের সঙ্গে রোম্যান্স করতে দেখা গিয়েছে।

এর আগে শোনা গিয়েছিলো অভিনেতা কার্তিক আরিয়ানের সঙ্গে ডেটিং করেছিলেন অনন্যা পান্ডে। এই সব বিষয়কে নাকচ করে দেন কার্তিক ও অনন্যা। তবে সম্প্রতি একটি সাক্ষাৎকারে অংশ নিয়েছেন নায়িকা অনন্যা পান্ডে। সেখানে তাকে প্রশ্ন করা হয়, ‘আপনি কার সঙ্গে ডেটিংয়ে যেতে চান টাইগার না কার্তিক?’ এই প্রশ্নের উত্তরে নায়িকা অনন্যা কি বললেন জানেন?

উত্তরে অনন্যা বলেন, ‘টাইগারের সঙ্গে। কারণ, তার সঙ্গে দীর্ঘদিন ধরে কথা হয় না। তাকে সত্যি খুব মিস করি। তার সঙ্গে সময় কাটাতে দারুণ লাগে।তাই আমার মনে হয় আমি তার সঙ্গেই যাবো।’

Back to top button