বিনোদন
জয়া বচ্চনকে এবার সঠিক জবাব দিলেন টালিউড অভিনেত্রী লকেট

বলিউডের জনপ্রিয় বর্ষীয়ান অভিনেত্রী জয়া বচ্চন মাত্র কয়েকদিন আগেই অভিনেত্রী কঙ্গনা রানাউত ও অভিনেতা রবি কিষানকে এক হাত নিয়েছিলেন।তাদের কথায় পাল্টা মন্তব্য করেছিলেন।আর এবার সেই জয়া বচ্চনকেই সঠিক জবাব দিলেন টালিউডের জনপ্রিয় অভিনেত্রী লকেট চ্যাটার্জী ।
সম্প্রতি অভিনেত্রী লকেট চ্যাটার্জী টুইট করে লেখেন, ‘বলিউডের একটা অংশ পচা দাঁতের মতো।নাহলে এই পচা দাঁত থেকে সবগুলিতে পচন ধরতে পারে। নৌবাহিনীর প্রাক্তন অধিকারীকের আক্রমণ কিংবা পালঘরে সাধুদের হত্যা, তখন আপনি কোথায় ছিলেন জয়া বচ্চন?’
শুধু তাই নয়, অভিনেত্রী লকেট প্রয়াত অভিনেতা সুশান্তকে উল্লেখ করে বলেন, ‘সুশান্ত যখন বলিউড মাফিয়াদের চক্রান্তের শিকার হয়েছিল, তখনই বা আপনি কোথায় ছিলেন জয়া বচ্চন?’ লকেটের কথায় এখনো পাল্টা জবাব দেননি জয়া বচ্চন। তবে মনে হচ্ছে আর দেরি নেই।