বিনোদন

জলসায় আসছে নতুন সিরিয়াল, জায়গা ছেড়ে দিতে শেষ হওয়ার পথে জনপ্রিয় পুরোনো মেগা সিরিয়াল

টিআরপি-র দৌড়ে পিছিয়ে পড়ায় বেশ কিছু জনপ্রিয় ধারাবাহিক বন্ধের মুখে পড়ছে। জি বাংলা ও স্টার জলসা, দুই চ্যানেলের ক্ষেত্রেই একই চিত্র দেখা যাচ্ছে।

জি বাংলা থেকে ইতিমধ্যেই বিদায় নিয়েছে ‘ইচ্ছেপুতুল’, ‘মিলি’-র সমাপ্তিও ঘনিষ্ঠ।

স্টার জলসায় ‘বঁধুয়া’-র পরিবর্তে ‘টেন্ট সিনেমা’ শুরু হলেও ‘কথা’, ‘তুমি আসে পাশে থাকলে’, ‘লাভ বিয়ে আজকাল’, ‘জল থই থই ভালোবাসা’-র টিআরপি নিম্নমুখী।

শন ব্যানার্জীর নতুন ধারাবাহিক ‘শুভ বিবাহ’-এর জন্য ‘লাভ বিয়ে আজকাল’-কে বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

‘হরগৌরী পাইস হোটেল’-এর সাফল্যের কারণে ‘লাভ বিয়ে আজকাল’-এর প্রযোজনা সংস্থা যীশু সেনগুপ্তর ‘শুভ বিবাহ’-এর দায়িত্ব নিয়েছে।

‘শুভ বিবাহ’-এ শন ব্যানার্জীর বিপরীতে থাকবেন অনুষ্কা গোস্বামী।

এছাড়াও ধারাবাহিকে অভিনয় করবেন অহনা দত্ত, ঊষসি চক্রবর্তী, সুদীপ মুখার্জী, রজন্না মিত্র, অম্বরীশ ভট্টাচার্য, মাধবী মুখোপাধ্যায়, সাবিত্রী চট্টোপাধ্যায়, দিগন্ত বাগচী, বিশ্বজিৎ চক্রবর্তী, ভরত কল, রেশমি সেন এবং চুমকি চৌধুরী।

‘শুভ বিবাহ’ কি ‘কোন গোপনে মন ভেসেছে’-কে টক্কর দিতে পারবে?

আরও জানতে দেখুন আপনার প্রিয় চ্যানেল।

Back to top button