বিনোদন

‘গালফ্রেন্ড দান করুন আমাকে”, প্ল্যাকার্ড হাতে প্রেমিকার খোঁজে রাস্তায় রাস্তায় ঘুরছেন যুবক

মানুষ এখন দিনের বেশিরভাগ অবসর সময় টা সোশ্যাল মিডিয়াতে কাটাতে ভালোবাসে। আর সোশ্যাল মিডিয়ায় প্রতিদিন ভাইরাল হওয়া বিভিন্ন ভিডিও মানুষকে দেয় মন ভালো করা এক বিনোদন। প্রতিদিনিই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয় বিভিন্ন ভিডিও কেউ তাদের নাচ ,গান , কবিতা -র ভিডিও প্রকাশ করে তাদের প্রতিভার পরিচয় প্রদান করেন।

আবার কেউ বিভিন্ন মজার ও মোটিভেশন ভিডিও বানিয়ে মানুষের মধ্যে তার প্রভাব বিস্তার করেন। আর সেই তালিকা থেকে বাদ নেই সাধারণ মানুষ থেকে শুরু করে সেলেব্রিটি।

বলিউড থেকে টলিউড বিভিন্ন সেলেব্রিটির ভিডিও ভাইরাল হয় বিভিন্ন সময়। সেলেব্রিটিদের মধ্যে অনেকেই আছেন যারা তাদের দুর্দান্ত নাচ ও গানের মাধ্যমে মাঝে মাঝেই ভাইরাল হয়ে যান সোশ্যাল মিডিয়ায়। আবার ঝুমা বৌদির মতো একাধিক সেলিব্রিটিরা আছেন তারা তাদের বিভিন্ন হট ফটো শুটের মাধ্যমে কেড়ে নেন পুরুষের হৃদয়। তাদের হট ছবি যেন মুহূর্তেই ঝড় তোলে সোশ্যাল মিডিয়ায়।

সম্প্রতি সোসালাম মিডিয়ায় ভাইরাল হয়েছে এক ভবঘুরে প্রেমিকা হীন প্রেমিকের ছবি। প্রেমিকা খুঁজে পেতে রাস্তায় রাস্তায় প্ল্যাকার্ড লাগিয়ে ঘুরছেন যুবক।

পরে জানা গেলো তিনি তার ইউটিউব চ্যানেলের জন্য ভিডিও বানানোর জন্যই করছেন এমন কাজ।

প্ল্যাকার্ড নিয়ে ঘোরার পরিকল্পনা তার মাথায় কি করে এলো? এই প্রশ্নের জবাবে যুবক জানায়, “ভিন্ন রকমের কনটেন্ট যদি বানানো হয়, তবে তা খুব দ্রুত ভাইরাল হয়ে যায় এবং মানুষকে আনন্দ দিতে সক্ষম হয়। আমিও অনেকদিন ধরে এরকম ভিডিও বানিয়ে চলেছি যা সকলের বেশ পছন্দ হয়। এছাড়া প্রেমিকা কেই বা না চায় বলুন? আমারও এবার একটা গার্লফ্রেন্ড এর দরকার রয়েছে।

Back to top button