বিনোদন

গর্ভবতী শুভশ্রীর ছবি ভাইরাল, শুভেচ্ছায় ভাসিয়ে দেন তারকারা

টালিউডের জনপ্রিয় অভিনেত্রী শয়তাশ্রী গাঙ্গুলি ও জনপ্রিয় পরিচালক রাজ্ চক্রবর্তী ২বছর হলো বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। বিয়ের পর থেকে বেশ সুখে শান্তিতেই ঘর সংসার করছেন এই দম্পত্যি। তবে সম্প্রতি রাজ্ ও শুভশ্রী জানিয়েছেন শুভশ্রী মা হতে চলেছেন। তাদের ঘর আলো করে আসতে চলেছে এক ফুটফুটে সন্তান। এই কথা রাজ্-শুভশ্রী তাদের দ্বিতীয় বিবাহ বার্ষিকীর দিন জানিয়েছেন।

এমনকি শুভশ্রী সেদিন একটি ছবিও পোস্ট করেছিলেন।যেখানে দেখা যায়, রাজের টি-শার্টে লেখা, ‘হবু বাবা’ ও শুভশ্রীর টি-শার্টে লেখা ‘হবু মা’। অন্তঃসত্ত্বা অবস্থায় মুড সুইং শুভশ্রীর। এই পর্যায়ে এমনটা হওয়া অস্বাভাবিক কিছুই নয়! অতঃপর ফ্রিজ থেকে চুপিচুপি চকলেট বের করে মজেছেন অভিনেত্রী । আর বউদির এই মজাদার কাণ্ড-কারখানা ক্যামেরাবন্দি করেছেন শুভশ্রীর ‘ননদিনী’ সৃষ্টি পাণ্ডে।

এই ছবিটি সোশ্যাল মিডিয়ায় নিমিষের মধ্যে ভাইরাল হয়ে যায়।শুভেচ্ছায় ভাসিয়ে দেন টালিউডের অন্যান্য অভিনেতা-অভিনেত্রীরা। এমনকি শুধু তাই নয়, শুভশ্রীকে শ্রাবন্তী, সৃজিত-পত্নী মিথিলা, কৌশানী অনেকেই ‘মিষ্টি’ বার্তা পাঠিয়েছেন।

Back to top button