ক্যাটরিনার জীবনে নতুন ‘বেবি’! ভিকি নয়, মালদ্বীপে অন্য পুরুষের সঙ্গে রোম্যান্স করছেন নায়িকা
বিয়ের মাত্র কয়েক মাস হয়েছে। কিন্তু ভিকি কৌশাল নয়। ক্যাটরিনা কাইফের জীবনে এলো নতুন ‘বেবি’। রাজকীয় কায়দায় বিয়ের আসর বসেছিল। কিন্তু কয়েক মাসের মধ্যেই ভিকির বদলে অন্য পুরুষকে বেবি বলে ডাকছেন ক্যাটরিনা। আর সেই পুরুষের নাম হল ধারিয়া কারওয়া।
শকুন বাত্রা পরিচালিত গেহেরাইয়া ছবিতে অভিনয় করতে দেখা গিয়েছে ধারিয়াকে। তারপর থেকে তিনি পরিচিত মুখ। তাকেই বেবি বলে ডাকছেন ক্যাটরিনা।
এক কোমল পানীয়ের বিজ্ঞাপনে ক্যাটরিনাকে বহু বছর ধরে দেখা গিয়েছে। এবার সেই পানীয়ের বিজ্ঞাপনেই ক্যাটরিনার সঙ্গে দেখা গিয়েছে ধারিয়াকে। বুধবার নিজের ইনস্টাগ্রামে সেই বিজ্ঞাপন চিত্রটি নিজেই শেয়ার করেছেন ক্যাটরিনা।
দেখে আন্দাজ করা যায়, বিজ্ঞাপনটি শুট করা হয়েছে মলদ্বীপে। সেই বিজ্ঞাপনেই ক্যাটরিনা ধারিয়াকে বেবি বলে সম্বোধন করেছেন। তবে গেহেরাইয়া-র অভিনেতাকে চিনতে দেরী হয়নি নেটিজেনের। ক্যাটরিনার সঙ্গে ধারিয়ার রসায়নও পছন্দ করেছেন দর্শকরা। কেউ কমেন্টে লিখেছেন, দুজনের রসায়ন তো দারুণ। আবার কেউ মজা করে লিখেছেন, ভিকি কৌশল জানতে চাইছে, আপনারা দুজন কোথায় আছেন।
প্রসঙ্গত, ২০২১ এর ডিসেম্বরে ক্যাটরিনা ও ভিকি কৌশাল গাঁটছড়া বাঁধেন। কাজের দিক থেকে ক্যাটরিনা এখন ব্যস্ত টাইগার ৩-এর শুটিং নিয়ে। এছাড়া তার হাতে আছে ‘ফোন ভূত’। অন্যদিকে গেহেরাইয়া ছবিতে অভিনয় করে নজর কেড়েছেন ধারিয়া কারওয়া।
View this post on Instagram