কেকের প্রয়াণে অস্বাভাবিক মৃত্যুর অভিযোগ, CCTV ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ
গায়ক কেকে-র মৃত্যু কি অস্বাভাবিক? তা নিয়ে তদন্ত শুরু করেছে কলকাতা নিউ মার্কেট থানার পুলিশ। বুধবার সকালে কেকে-র মৃত্যু নিয়ে অস্বাভাবিক মৃত্যুর অভিযোগ দায়ের হয়েছে। কলকাতায় অনুষ্ঠান করতে আসা গায়কের সঙ্গীরা এই অভিযোগ দায়ের করেছেন।
কলকাতায় এসে নিউ মার্কেট সংলগ্ন এলাকার পাঁচতারা হোটেলে ছিলেন কেকে।
সেই হোটেলের ম্যানেজারকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। হোটেলের আরও অনেক কর্মীকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সেই সঙ্গে হোটেলের সমস্ত সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখছে পুলিশ। বুধবার সকালে শিল্পীর ময়নাতদন্তও হবে এসএসকেএম হাসপাতালে।
মঙ্গলবার কলকাতার নজরুল মঞ্চে গানের অনুষ্ঠান করতে এসেছিলেন কেকে। অনুষ্ঠান শেষে হোটেলে ফিরতেই তিনি অসুস্থ হয়ে পড়েন। থানায় অস্বাভাবিক মৃত্যুর অভিযোগে কেকে-র মাথায় আঘাতের কথাও বলা হয়েছে। যদিও একটি সূত্রে জানা গিয়েছে, অসুস্থ অবস্থায় হোটেলে ফিরে পড়ে গিয়েছিলেন তিনি। ফলে পড়ে গিয়েও আঘাত পেয়ে থাকতে পারেন।
মঙ্গলবার রাতেই গায়ককে নিয়ে যাওয়া হয় একবালপুরের কাছে একটি বেসরকারি হাসপাতালে। সেখানে নিয়ে গেলে চিকিত্সকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। প্রাথমিক ভাবে চিকিত্সকদের অনুমান, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে শিল্পীর। তবে এখন মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের অপেক্ষায় কেকে-র পরিবার এবং অনুরাগীরা।